Homeদেশের গণমাধ্যমেবিজয় দিবসের র‍্যালি থেকে ফেরার পথে ছাত্রদল কর্মী নিহত

বিজয় দিবসের র‍্যালি থেকে ফেরার পথে ছাত্রদল কর্মী নিহত

[ad_1]

কুমিল্লায় বিজয় দিবসের র‍্যালি থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে তার শিক্ষাপ্রতিষ্ঠান সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ডিগ্রি কলেজে বিজয় দিবসের অনুষ্ঠান শেষে ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেলতলী বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাত ১০টায় তার নিজ বাড়ি সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের চাঙ্গিনি গ্রামে জানাজা অনুষ্ঠিত হয়।

রাত সাড়ে ১০টায় বিষয়টি জানিয়েছেন কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম মিঠু।  নিহত ওই ছাত্রদল নেতা কুমিল্লা সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের চাঙ্গিনি গ্রামের আবু তাহের সরদারের ছেলে ফাহাদুল ইসলাম রাফি।

তিনি চৌয়ারা ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ছিলেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে,  সকালে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে বিজয় র‌্যালিতে অংশগ্রহণ করেন রাফি। অনুষ্ঠান শেষে এক বন্ধুকে নিয়ে নিজের মোটরসাইকেলে করে আসছিলেন চাঙ্গিনী এলাকার নিজ বাড়িতে। বেলতলী বিশ্বরোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় ড্রাম টাকের ধাক্কায় গুরুতর আহত হন।

হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম মিঠু শোক প্রকাশ করে বলেন, জানাজায় বিএনপির অনেক নেতাকর্মী এসেছেন। ছাত্রদলের জন্য নিবেদিত প্রাণ রাফির মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে। তার মৃত্যুতে আমরা শোকাহত। 



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত