Homeদেশের গণমাধ্যমেরাহাত ফতেহ আলীর কনসার্ট উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

রাহাত ফতেহ আলীর কনসার্ট উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

[ad_1]

জুলাই-আগস্ট গণ–অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য এ কনসার্টের আয়োজন করা হয়েছে। কনসার্টটি আয়োজন করছে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম। কনসার্টে জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান ছাড়াও কয়েকটি দেশি ব্যান্ড আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ ও সিলসিলার শিল্পীরা গাইবেন। এর বাইরে জনপ্রিয় র‍্যাপ সংগীতশিল্পী সেজান ও হান্নানের পরিবেশনাও থাকবে।

ডিএমপির নির্দেশনায় বলা হয়েছে, টঙ্গী-উত্তরা থেকে গুলশান-বনানী-মহাখালীগামী যানবাহন স্টাফরোড রেলগেট থেকে নেভি হেডকোয়ার্টার্স ক্রসিং এড়িয়ে উল্লিখিত সময়ে বিমানবন্দর, কুড়িল ও বনানী র‍্যাম্প হয়ে এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবে। এ সময় তাদের টোল দিতে হবে না। এ ছাড়া উত্তরা-এয়ারপোর্ট থেকে গুলশান-বনানী-মহাখালীগামী যানবাহনগুলো র‍্যাডিসন হোটেলের পূর্বে ইউটার্ন বা বনানী ওভারপাসের নিচের ইউলুপ দিয়ে এক্সপ্রেসওয়েতে উঠতে পারবে। অন্যদিকে এয়ারপোর্ট–উত্তরা–টঙ্গীগামী যানবাহন বনানী র‍্যাম্প ব্যবহার করে চলাচল করতে পারবে।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত