Homeরাজনীতিনরেন্দ্র মোদির বক্তব্য উসকানিমূলক: খেলাফত মজলিস

নরেন্দ্র মোদির বক্তব্য উসকানিমূলক: খেলাফত মজলিস

[ad_1]

১৬ ডিসেম্বর বাংলাদেশের ঐতিহাসিক বিজয় দিবসকে ভারতের বিজয় দিবস দাবি করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে
যে বিবৃতি দিয়েছেন তার তীব্র প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক যুক্ত বিবৃতিতে দলের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব আহমদ আবদুল কাদের বলেন, ‘ভারত বাংলাদেশকে তার করদ রাজ্যে পরিণত করতে চেয়েছিল। বিগত ১৬ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে বাংলাদেশকে শোষণ করেছে। ২০২৪ এ ছাত্র-জনতার অভ্যুত্থানে খুনি হাসিনার পতনের পর ভারতের কষ্ট বেড়ে গিয়েছে।’

বিবৃতিতে বলা হয়, গতকাল নরেন্দ্র মোদি বিজয় দিবসের টুইটে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের বিজয়কে ‘ভারতের বিজয়’ বলে উল্লেখ করেন। তার পুরো বক্তব্যে বাংলাদেশের নাম উল্লেখ করেননি। গত কয়েক বছর ধরে বাংলাদেশের বিজয় দিবসকে কেন্দ্র করে তিনি এই ধরনের বানোয়াট ও ইতিহাস বিকৃতিমূলক পোস্ট করে যাচ্ছেন। এর দ্বারা প্রকারান্তরে তিনি বাংলাদেশের অস্তিত্বকেই অস্বীকার করছেন। তার এই বক্তব্য উসকানিমূলক, যা এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি অশ্রদ্ধার শামিল।

এতে আরও বলা হয়, একটি বৃহৎ গণতান্ত্রিক দেশের সর্বোচ্চ নির্বাহী পদে থেকে নরেন্দ্র মোদিকে আরও দায়িত্বশীলতা প্রদর্শন করা উচিত। ভারতের বোঝা উচিত তাদের তাবেদার শাসক বাংলাদেশে আর কখনও প্রতিষ্ঠিত করা যাবে না, জুলাই বিপ্লব তা স্পষ্ট করে দিয়েছে। বাংলাদেশের সঙ্গে ষড়যন্ত্র, হুমকি কিংবা উসকানি দিয়ে নয়, বরং প্রতিবেশীসুলভ ও ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক গড়তে ভারতকে এগিয়ে আসতে হবে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত