[ad_1]
ফাঁস—আরেকটা বর্ষসেরা পুরস্কার, আরেকবার নথি ফাঁস! আগেরবার ফাঁস হওয়া নথি বলেছিল—রদ্রিকে পেছনে ফেলে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জিতেছেন ব্যালন ডি’অর। কিন্তু বিশাল বহর সাজিয়ে রিয়াল মাদ্রিদ যখন ভিনিকে নিয়ে প্যারিসের থিয়েটার দু শাতলের উদ্দেশে রওনা হই হই অবস্থায়; খবর আসে ভিনি নয়, রদ্রিই জিতেছেন ব্যালন ডি’অর। সব আয়োজন বন্ধ করে প্যারিসে যাওয়াই বাতিল করে রিয়ালের বহর!
পুরস্কার–রাতের আগে এবারও ফাঁস হওয়া নথি বলেছে, ভিনিসিয়ুস জিতেছেন ফিফা দ্য বেস্ট। কিন্তু…বুঝতেই পারছেন কেন এখানে কিন্তু শব্দটা চলে এসেছে। আগেরবারের মতো এবারও উল্টে যাবে না তো ‘পাশার দান’! তাহলে চারদিক থেকে যে খবরটা আসছে, সেটার সত্য–মিথ্যা বোঝার উপায় কী? উপায় তো আসলে সেই ব্যালন ডি’অরের সময় রিয়াল কর্তৃপক্ষই বাতলে দিয়েছিল। স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠল—রিয়াল মাদ্রিদের বহর কি পুরস্কারের ভেন্যু কাতারের রাজধানী দোহার বিখ্যাত এস্পায়ার একাডেমিতে যাচ্ছে? উত্তরটা ‘হ্যাঁ’ আসায় পুরস্কার অনুষ্ঠান শুরুর আগে অনেকেই ধরে নিয়েছিল, ভিনিই জিতছেন ফিফা দ্য বেস্ট।
[ad_2]
Source link