Homeপ্রবাসের খবরজাপানে উচ্চশিক্ষার সুযোগ ও বৃত্তির সংখ্যা বাড়ানোর আহ্বান ইউজিসির

জাপানে উচ্চশিক্ষার সুযোগ ও বৃত্তির সংখ্যা বাড়ানোর আহ্বান ইউজিসির

[ad_1]

জাপানে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ এবং বৃত্তির সংখ্যা বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন চেয়ারম্যানের সঙ্গে জাইকার ৬ সদস্যের একটি প্রতিনিধি দলের বৈঠক। 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে ইউজিসিতে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি’র (জাইকা) ৬ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মো. সাইদুর রহমান, ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভুঁইয়া, অতিরিক্ত পরিচালক শাহ মোহাম্মদ আমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জাইকা উপদেষ্টা প্রকল্পর প্রধান উপদেষ্টা সারেই মোতো ৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন:  জাইকা প্রতিনিধি ইহা চিনাতসু, সিনিয়র ডেপুটি প্রোগ্রামার মো. আলিমুল হাসান, জাইকা উপদেষ্টা প্রকল্পের মনিটরিং/জেন্ডার মেইনস্ট্রিমিং আইয়াকো শিশিদো, সিনিয়র কনসালটেন্ট মো. শাহজাহান মিয়া এবং কনসালটেন্ট দেলোয়ার জাহান সোহাগ।

সভায় ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ফায়েজ বলেন, জাপানের উচ্চশিক্ষা ও গবেষণা বিশ্বে সমাদৃত। এছাড়া, তারা আধুনিক প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদে বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। তিনি রোবটিক্স, মেশিন লার্নিং, বিগ ডাটা, ক্লাউড কম্পিউটিং, নেটওয়ার্কিং সায়েন্স, নেভাল ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, নবায়নযোগ্য জ্বালানি শক্তি, নার্সিংসহ উদীয়মান বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ বৃদ্ধির আহ্বান জানান।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলন আমাদের সামনে নতুন দিগন্ত উন্মোচন করেছে। তরুণ প্রজন্ম ও মেধাবী শিক্ষার্থীদের জন্য আমরা সুযোগ সৃষ্টি করতে চাই। জাপানে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ এবং বৃত্তির সংখ্যা বৃদ্ধি করা গেলে বাংলাদেশ ব্যাপকভাবে উপকৃত হবে বলে তিনি প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন।

সভায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো জাপানের প্রযুক্তি ব্যবহার করে এগিয়ে যাওয়া, বেকার সমস্যার সমাধানে জাপানের পলিসি ও রিসোর্স কাজে লাগানো, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে ভোকেশনাল ট্রেনিং প্রদান, জাপানি বিশ্ববিদ্যালয়ের আদলে দেশে একটি মডেল গবেষণা ল্যাব প্রতিষ্ঠা করা, জাপানি প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে দেশের বিশ্ববিদ্যালয়ের যুক্ত করা, যৌথ গবেষণা ও পিএইচডি ডিগ্রি প্রদান বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়া প্রস্তাবিত জাইকা উপদেষ্টা প্রকল্প ওয়ার্কিং পেপার তৈরি ও অংশীজন নিয়ে দ্রুত সভা আয়োজন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা বিশ্ববিদ্যালয়ে মডেল ল্যাব প্রতিষ্ঠা, ইন্ডাস্ট্রি একাডেমিয়া সহযোগিতা, শিক্ষক-শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধিসহ ইউজিসির বিভিন্ন প্রস্তাব সক্রিয় বিবেচনায় নেবে বলে প্রতিনিধি দল আশ্বস্ত করেছে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত