[ad_1]
দেশের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে তরুণদের সচেষ্ট হতে হবে। তাঁদের সার্বিক অংশগ্রহণের মাধ্যমেই সমাজের পরিবর্তন সম্ভব। নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকলে এই তরুণেরাই ন্যায় ও সমতাভিত্তিক সমাজ গড়ায় সক্রিয় ভূমিকা রাখতে পারবেন।
বেসরকারি সংস্থা ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির (এসইএলপি) প্রকল্প ‘রাইট হেয়ার রাইট নাউ (আরএইচআরএন)’ বা ‘অধিকার এখানে, এখনই’ শীর্ষক তারুণ্যের উৎসবে বক্তাদের আলোচনায় কথাগুলো উঠে এসেছে। উৎসবের প্রতিপাদ্য ছিল ‘পরিবর্তনের জন্য একসঙ্গে’।
বুধবার রাজধানীর তেজগাঁও লিংকরোডে অবস্থিত আলোকি কনভেনশন সেন্টারে আয়োজিত এই উৎসবে উপস্থিত ছিলেন দেশের নানা প্রান্ত থেকে আগত প্রায় ৩৫০ তরুণ প্রতিনিধি। শুধু সরকারি চাকরিতে নয়, দেশের সব ক্ষেত্র থেকে বৈষম্য দূর করার লক্ষ্যে এগিয়ে যাওয়ার অভিব্যক্তি প্রকাশ করেন তাঁরা। জানান দেশ নিয়ে নানান স্বপ্ন ও শঙ্কার কথাও।
[ad_2]
Source link