Homeজাতীয় মতিঝিলের সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু

 মতিঝিলের সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু

[ad_1]

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বিআরটিসি বাস চাপায় অজ্ঞাত এক নারী ভিক্ষুকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে কৃষি ব্যাংকের সামনে ঘটনাটি ঘটনাটি ঘটে। মুমুর্ষ অবস্থায় পথচারীরা ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত পৌনে ৮টার দিকে মৃত ঘোষনা করেন। নিহতের বয়স আনুমানিক বয়স ৪৫ বছর।

ওই নারীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা রিকশা চালক সাইফুল ইসলাম জানান, ওই নারী ভিক্ষুক ছিল। মতিঝিল মেট্রোস্টেশনের নিচে ভিক্ষাবৃত্তি করতো। সন্ধ্যার দিকে ওই নারী স্টেশনের নিচে ভিক্ষা করছিল। এসময় একটি দ্বিতল বিআরটিসি বাস পিছনের দিকে আসতে গিয়ে ওই নারীকে চাপা দেয়। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে সে মারা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত