[ad_1]
ফেরা প্রসঙ্গে শুরুতেই বললেন, ‘মনে হচ্ছে, নতুন অভিনয়ে এসেছি। এত দিন ঘুমিয়ে ছিলাম। আবার শুটিংয়ে ফিরে এটাও মনে হচ্ছে, নিজের জগতে ফিরলাম। সে জন্য স্বস্তিও পাচ্ছি। আর এখানে বাড়তি পাওয়া ছিল খায়রুল বাসার।’
সকালে শুটিংয়ে এসেই বাসারকে পেয়েছেন শার্লিন। এই অভিনেত্রী মনে করেন, সাত বছর আগের অভিনেতা খায়রুল বাসার আগের মতো নেই। তবে ব্যক্তি বাসার আগের মতোই আছেন। ‘বাসার অনেক মজার মানুষ। সে শুটিংয়ে থাকলেই হাসাবে। অনেক ফানি। সকালে দেখা হওয়ার সঙ্গে সঙ্গেই হাসিয়েছে। সেদিক দিয়ে বাসারের পরিবর্তন নেই। কিন্তু কাজের জায়গায় হিউজ পরিবর্তন এসেছে। বাসারের চেহারা, বডি ল্যাঙ্গুয়েজে পরিবর্তন এসেছে। আমার দেখা বাসার আগের মতোই সাদা মনের,’ বলেন শার্লিন।
[ad_2]
Source link