Homeদেশের গণমাধ্যমে‘রানআউট’ হয়ে ফিরে ড্রেসিংরুমে যা যা করেছিলেন জাকের

‘রানআউট’ হয়ে ফিরে ড্রেসিংরুমে যা যা করেছিলেন জাকের

[ad_1]

ঘটনাটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিংয়ের ১৫তম ওভারের। রোস্টন চেজের করা ১৫তম ওভারের তৃতীয় বলে ২ রান নিতে চেয়েছিলেন জাকের। ১ রান নেওয়ার পর জাকের দৌড় শুরু করলেও শামীম সাড়া দেননি। প্রথমে ভাবা হয়েছিল, জাকের রানআউট। কারণ, দুজনেই এক প্রান্তে! রাগে গজরাতে গজরাতে জাকের ড্রেসিংরুমে ফিরেও গিয়েছিলেন।

কিন্তু তৃতীয় আম্পায়ার ভিডিও রিপ্লেতে দেখেছেন, ওই প্রান্তে জাকের যখন ক্রিজে পৌঁছে গেছেন, ব্যাট পেছনে রেখে দাঁড়িয়ে থাকা শামীমের ব্যাট মাটিতে নেই। অর্থাৎ জাকের নয়, শামীম রানআউট! ততক্ষণে জাকের ড্রেসিংরুমে ফিরে গেছেন! কিন্তু আম্পায়ারের ডাকে ফিরতে হলো তাঁকে।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত