Homeদেশের গণমাধ্যমেবগুড়ার সাবেক এমপি রিপু‌কে কারাগা‌রে প্রেরণ

বগুড়ার সাবেক এমপি রিপু‌কে কারাগা‌রে প্রেরণ

[ad_1]

বগুড়া-৬ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে বগুড়ার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হ‌লে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তা‌কে কারাগা‌রে পাঠানোর নি‌র্দেশ দেন।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুমন রঞ্জন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন: বগুড়ার সাবেক সংসদ সদস্য রিপু গ্রেপ্তার

এর আগে, গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভো‌র রা‌তে জুলাই-আগস্ট অভ্যুত্থানে হত্যাসহ ১৩টি মামলার আসা‌মি রিপু‌কে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে র‌্যাব-১৪-এর একটি দল।

জানা গে‌ছে, বগুড়ার আদালতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের গ্রেপ্তার নেতাদের আনা হলে বিক্ষোভ মিছিল ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটায় শুক্রবার অনেকটা গোপনে সাবেক সংসদ সদস্য রিপুকে পুলিশের প্রিজন ভ্যানে করে আদালতে হাজির করা হয়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুমন রঞ্জন সরকার ব‌লেন, ‍“শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে রিপুকে বগুড়ার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। এ সময় আসামি পক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। পরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান আওয়ামী লীগ নেতা রিপুকে কারাগারে পাঠানোর আদেশ দেন।”  

প্রসঙ্গত, ২০২৩ সালে অনুষ্ঠিত বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন রিপু। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নৌকা প্রতীকে জয় পেয়ে সংসদ সদস্য হন তিনি। ২০১৪ সালের দশম সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন তিনি। পরে বগুড়া-৬ আসন মহাজোটের শরিক জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমরকে ছেড়ে দেওয়া হলে নৌকার প্রার্থী রিপু প্রার্থিতা প্রত্যাহার করে নেন।”

গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পরপরই অগ্নিসংযোগ করা হয় রিপুর বাড়ি ও গাড়িতে। সে দিনের পর থেকেই পরিবারসহ আত্মগোপনে ছিলেন তিনি।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত