[ad_1]
‘তুমি আসবে বলে’ নাটকের গল্পটি ১৯৭১–এর মুক্তিযুদ্ধকে ঘিরে হলেও সমসাময়িক ঘটনা এখানে প্রাধান্য পাবে। যেখানে টাপুরের বর্তমান সময়ের চরিত্রে অভিনয় করেছেন তাঁর মা গোলাম ফরিদা ছন্দা। গল্পের টাপুরের নায়ক তনয় বিশ্বাস। টাপুর বলেন, ‘সবচেয়ে বেশি ভালো লাগে যখন নতুন সহ–অভিনয়শিল্পী পাই। সিনেমায় ইয়াশ ভাইয়া, পরে সৌম্যের সঙ্গে অভিনয় করেছি। নতুন নতুন সহশিল্পীদের সঙ্গে অভিনয়ে অনেক কিছু শেখা যায়। এ জন্য নিজেকেও আলাদা প্রস্তুতি নিতে হয়। কিন্তু দেখা যায় ছুটিতে দেশে এসেই ক্যামেরার সামনে দাঁড়াতে হয়। প্রস্তুতির সময় নিতে পারি না। তবে শুটিং আমি খুবই উপভোগ করি।’
[ad_2]
Source link