Homeদেশের গণমাধ্যমেনতুন শুরুর স্বপ্ন দেখছে চুয়েট

নতুন শুরুর স্বপ্ন দেখছে চুয়েট

[ad_1]

চুয়েটে স্থাপিত হয়েছে ‘নাসা-স্টেমএক্স-চুয়েট এসট্রোবি ভার্চু৵য়াল ল্যাব’। এখন থেকে শিক্ষার্থীরা ল্যাবে বসেই প্রোগ্রামিংয়ের মাধ্যমে একটি ফ্রি ফ্লায়িং রোবট (অ্যাস্ট্রোবি) নিয়ন্ত্রণ করে মহাকাশ স্টেশনে উদ্ভূত বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করতে পারবেন। তাঁদের কাজ মহাকাশ স্টেশনে প্রয়োগের সুযোগও পাবেন তাঁরা। আন্তর্জাতিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্টেমএক্স-৩৬৫ ও চুয়েট যৌথভাবে এ ল্যাব চালু করেছে।

ঝুলিতে থাকা পুরস্কার

শুধু পড়াশোনা নয়, দেশ–বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায়ও ভালো করছেন শিক্ষার্থীরা।

আগস্ট মাসে অ্যাকশনএইড ও দ্য ডেইলি স্টার আয়োজিত ক্লাইমেট জাস্টিস আইডিয়া প্রতিযোগিতায় ওয়াটার রাইটস ক্যাটাগরিতে ১৫৬টি দলকে পেছনে ফেলে বিজয়ী হয় কম্পিউটারবিজ্ঞান ও কৌশল বিভাগের শিক্ষার্থী সাবিক আফতাহী, পুরকৌশল বিভাগের তাজরীন তাবাসসুম এবং তানভীরুল ইসলামের দল ইউন্যানিমাস।

৩০ নভেম্বর বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্ল্যানার আয়োজিত আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ তালবি, কৌশিক কাব্য ও আবদুল্লাহ আবীর।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ আয়োজিত এনার্জি ফেস্টে ক্যাড প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে গত ১৩ ডিসেম্বর ২০টি দলকে হারিয়ে বিজয়ী হয় ‘ক্যাডজিলা’। দলের সদস্য ছিলেন যন্ত্রকৌশল বিভাগের মুহতাসিমুল বারী, আসহাব বিন ফারুক ও মেহেদী হাসান৷

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত