[ad_1]
পৃথিবীতে প্রায় ১০ হাজার প্রজাতির পাখি আছে। এর মধ্যে অতি ক্ষুদ্র প্রজাতির পাখি যেমন আছে, তেমনি আছে বড়সড় আকৃতির পাখিও। কোনো কোনো পাখি তো এতটাই বড় যে এগুলোর উচ্চতা যুক্তরাষ্ট্রের ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের (এনবিএ) যেকোনো খেলোয়াড়ের চেয়ে বেশি। আবার কোনো কোনো পাখির ডানা এত বড় যে এগুলো কিং সাইজ খাটের সমান জায়গাজুড়ে ছড়ানো থাকে।
বিশ্বে সবচেয়ে বড় বলে বিবেচিত এমন কিছু প্রজাতির পাখির একটি তালিকা তৈরি করেছে লাইভ সায়েন্স। গত জুনে লাইভ সায়েন্সের ওয়েবসাইটে তালিকাটি প্রকাশ করা হয়। সে তালিকা অনুযায়ী ১০টি বড় পাখির তথ্য প্রথম আলোর পাঠকদের জন্য তুলে ধরা হলো:
[ad_2]
Source link