Homeদেশের গণমাধ্যমেআ.লীগের ‘ব্রেইন ওয়াশড’ সমর্থকদের অনুশোচনা

আ.লীগের ‘ব্রেইন ওয়াশড’ সমর্থকদের অনুশোচনা

[ad_1]

আ.লীগের ‘ব্রেইন ওয়াশড’ সমর্থকদের অনুশোচনা করার অনুরোধ সোহেল তাজের
সোহেল তাজ

ঢাকা: হত্যা-ধর্ষণ-নিপীড়নের দায়ে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে সরকার নিষিদ্ধ ঘোষণার পর এ বিষয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের পুত্র ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।


বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এই পোস্টে সোহেল তাজ বলেছেন, ছাত্রলীগ তারই অপকর্মের জন্য নিষিদ্ধ হলো।

পাশাপাশি ছাত্রলীগ ও আওয়ামী লীগের ব্রেইন ওয়াশড (মগজ ধোলাই হওয়া) সমর্থকদের আত্মসমালোচনার মাধ্যমে অনুশোচনা করার অনুরোধ জানিয়েছেন তিনি।

সোহেল তাজ তার ফেসবুক পোস্টে বলেন, ‘নিয়তির কী নির্মম পরিহাস, যে ছাত্র সংগঠন ভাষা আন্দোলন, ছয় দফা, স্বাধীনতা সংগ্রাম এবং আমাদের মহান মুক্তিযুদ্ধসহ বাংলার মানুষের সকল লড়াই সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছিল, সেই ছাত্রলীগ তারই অপকর্মের জন্য নিষিদ্ধ হলো। ’


‘এই নিষেধাজ্ঞা জারির পর তাদের একটা বিবৃতি পড়ে আমি খুবই বিচলিত হলাম, যেখানে তারা বলছে তাদের অতীত ভূমিকার কথা। ভাষা আন্দোলন, ছয় দফাসহ স্বাধীনতা সংগ্রামে তাদের অবদানের কথা বলছে নির্লজ্জের মতো। আমি ওনাদের বলবো, আপনারা এসব কথা বলা থেকে দয়া করে বিরত থাকুন। কারণ আপনারাই ছাত্রলীগকে গত ১৫ বছর হত্যা/ধ্বংস করে একটি গুন্ডা সন্ত্রাসী বাহিনীতে পরিণত করেছেন। ’


সোহেল তাজ আরও বলেন, ‘ছাত্র/জনতার অভ্যুত্থানে জনগণের সঙ্গে না থেকে এই সংগঠনকে ব্যবহার করা হয়েছে হিংস্রভাবে মানুষ হত্যা এবং নির্যাতনের হাতিয়ার হিসাবে। এই দায় কোনোভাবেই এড়ানো যাবে না। ’


তাজউদ্দীন আহমদের পুত্র সোহেল তাজ আরও বলেন, ‘বর্তমান ছাত্রলীগ এবং বর্তমান আওয়ামী লীগ আর স্বাধীনতা সংগ্রামের ছাত্রলীগ এবং আওয়ামী লীগ কোনোভাবেই এক নয়। তাই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধের ইতিহাস টেনে এই জাতির গর্বের স্থানগুলিকে বিতর্কিত করার অধিকার আপনাদের নেই। ’


পোস্টের শেষাংশে সোহেল তাজ লিখেছেন, ‘ছাত্রলীগ/আওয়ামী লীগের ব্রেইন ওয়াশড, নষ্ট ও পচা নীতি/আদর্শবিচ্যুত লুটেরা খুনি, হত্যা, গুম ও নির্যাতনকারীদের সমর্থক সবাইকে বলবো, অনতিবিলম্বে আমার এই ফেসবুক পেইজটি আনফলো করতে—আর অনুরোধ থাকবে নিজের বিবেককে জাগিয়ে আত্মউপলব্ধি আত্মসমালোচনা করে অনুশোচনা করার। ’


বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত