গত ২১ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালমনির ইউকের উদ্যোগে পূর্ব লন্ডনের স্থানীয় একটি সামাজিক মিলনায়তনে ৫৪তম বিজয় দিবস উদযাপন করে । জাতীয় সংগীত পরিবেশনর মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় ।
মুক্তিযুদ্ধ এবং বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের উপর গুরুত্ব আরোপ করে, আলোচনাসহ কবিতা ও গানের মাধ্যমে মহান বিজয় দিবসকে স্মরণ করা হয় ।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের উপর স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন অ্যালমনির বিভিন্ন সদস্য । অনেক সদস্যই তাদের বক্তব্যে বর্তমান বাংলাদেশে মুক্তিযুদ্ধের উপর চলমান কর্মকাণ্ডে হতাশা প্রকাশ করেন ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ব বিদ্যালয় যুক্তরাজ্য অ্যালমনাই শাখার সভাপতি প্রশান্ত দত্ত পুরকায়স্থ ,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ ইকবাল ,গউস সুলতান , ইসমাইল হোসেন , সৈয়দ এনামসহ আরও অনেক সদস্য ।
উক্ত অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন সৈয়দ ইকবাল, স্বরচিত কবিতা আবৃত্তি করেন মাহফুজা রহমান , এম কিউ হাসান এবং মিজানুর রহমান।
দেশত্ববোধক গান পরিবেশনা করেন রিপা রাকিব , তামান্না ইকবাল, সুবর্ণা ও কাজী কল্পনা ।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সভাপতি প্রশান্ত দত্ত পুরকায়স্থ ,পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ ইকবাল এবং যৌথভাবে সঞ্চালনায় ছিলেন রিপা রাকিব ও মিজানুর রহমান ।