Homeযুক্তরাজ্য সংবাদঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালমনি ইউকের বিজয় দিবস পালন

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালমনি ইউকের বিজয় দিবস পালন

গত ২১ ডিসেম্বর  ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালমনির ইউকের উদ্যোগে পূর্ব লন্ডনের  স্থানীয়  একটি সামাজিক মিলনায়তনে  ৫৪তম বিজয় দিবস উদযাপন করে । জাতীয় সংগীত পরিবেশনর মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় ।

মুক্তিযুদ্ধ এবং বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের উপর গুরুত্ব আরোপ করে, আলোচনাসহ কবিতা ও গানের মাধ্যমে মহান বিজয় দিবসকে স্মরণ করা হয় ।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের উপর স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন  অ্যালমনির বিভিন্ন সদস্য । অনেক সদস্যই  তাদের বক্তব্যে বর্তমান বাংলাদেশে মুক্তিযুদ্ধের উপর চলমান কর্মকাণ্ডে হতাশা প্রকাশ করেন ।

 অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ব বিদ্যালয় যুক্তরাজ্য অ্যালমনাই শাখার সভাপতি   প্রশান্ত দত্ত পুরকায়স্থ ,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক  সৈয়দ ইকবাল  ,গউস সুলতান , ইসমাইল হোসেন , সৈয়দ এনামসহ আরও অনেক সদস্য  ।

উক্ত অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন  সৈয়দ ইকবাল,  স্বরচিত কবিতা আবৃত্তি করেন মাহফুজা রহমান , এম কিউ হাসান এবং  মিজানুর রহমান।

দেশত্ববোধক গান পরিবেশনা করেন  রিপা রাকিব , তামান্না ইকবাল, সুবর্ণা  ও কাজী কল্পনা ।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সভাপতি   প্রশান্ত দত্ত পুরকায়স্থ ,পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক  সৈয়দ ইকবাল এবং  যৌথভাবে সঞ্চালনায় ছিলেন রিপা রাকিব ও মিজানুর রহমান ।  

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত