[ad_1]
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরসেনসাস ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক এক চেয়ারম্যানের ঘরে ঢুকে তাঁর স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার বালাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
এদিকে ওই হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারীকে (৩২) আটক করে পুলিশে সোপর্দ করেছে নিহত নারীর পরিবার। পুলিশ জানায়, আটক করার সময় ওই নারী ধারালো অস্ত্র দিয়ে নিজের গলায় আঘাত করেন। তাঁকে চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হয়েছে।
নিহত নারীর নাম লুৎফা বেগম (৬৫) চরসেনসাস ইউপির সাবেক চেয়ারম্যান রফিক বালার স্ত্রী। আটক নারী তাঁদের পূর্বপরিচিত ও স্থানীয় একটি বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক ছিলেন।
[ad_2]
Source link