[ad_1]
‘আমরা তাদের চেয়ে ভালো খেলেছি, সব মিলিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য ভালো একটি ফল।’
টিএনটি স্পোর্টসে জোসে মরিনিওর এই উক্তি যে তাঁর সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতি খোঁচা, তাতে কোনো সন্দেহ নেই। ইস্তাম্বুলে কাল রাতে উয়েফা ইউরোপা লিগের ম্যাচে ইউনাইটেডের সঙ্গে ১–১ গোলে ড্র করেছে মরিনিওর ফেনেরবাচে। ক্রিস্টিয়ান এরিকসেনের গোলে ১৫ মিনিটে ইউনাইটেড এগিয়ে গেলেও বিরতির পর ৪৯ মিনিটে ইউসেফ এন–নেসরির গোলে সমতায় ফেরে তুর্কি ক্লাবটি।
উয়েফা আয়োজিত দ্বিতীয় শীর্ষ এই ক্লাব টুর্নামেন্টের লিগ পর্বে নিজেদের প্রথম তিন ম্যাচেই ড্র করল ইউনাইটেড। ইংলিশ ক্লাবটির কোচ এরিক টেন হাগের ওপর থেকে চাপ তাতে একটুও কমেনি।
[ad_2]
Source link