Homeদেশের গণমাধ্যমেএই প্রথম ট্রেনে, আনন্দে ভাসছেন নড়াইলের মানুষ

এই প্রথম ট্রেনে, আনন্দে ভাসছেন নড়াইলের মানুষ

[ad_1]

ট্রেন চলাচল শুরুর মধ্য দিয়ে নড়াইল ও লোহাগড়াবাসীর কাঙ্খিত স্বপ্নপূরণ হলো। এই প্রথম ট্রেনের যাত্রী হলো এ জেলার মানুষ। এতে জেলার বাসিন্দারা ভীষণ খুশি হয়েছেন। 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৭টা ৩৮ মিনিটে প্রথম ট্রেনটি নড়াইল স্টেশনে পৌঁছায়। ৪ মিনিট যাত্রা বিরতির পর সকাল ৭টা ৪২ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। 

খুলনা থেকে ৮২৫ জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি সকাল সোয়া ৭টার দিকে নড়াইল স্টেশনে পৌঁছানোর কথা ছিলো। তবে প্রথম দিন হওয়ায় ২০ মিনিটের একটু বেশি দেরিতে স্টেশনে প্রবেশ করে। ট্রেনটি স্টেশনে পৌঁছানোর পর উপস্থিত উৎসুক জনতা হাত নেড়ে যাত্রীদের শুভেচ্ছা জানান। যাত্রীরাও হাত নেড়ে উৎসুক জনতাকে শুভেচ্ছা জানান। 

নড়াইল স্টেশন সূত্রে জানা গেছে, নড়াইল থেকে ঢাকার জন্য ৫০টি সিট বরাদ্দ ছিলো। উদ্বোধনী যাত্রায় ৫০ জন যাত্রীই ট্রেনে ঢাকায় গিয়েছে। তবে নড়াইল থেকে ট্রেনে করে ঢাকায় যেতে পেরে যাত্রীরা ভীষণ খুশি। 

ট্রেন যাত্রী সাইফুল আলম বলেন, “এক সময়ে নড়াইল থেকে বাসে ঢাকায় যেতে ৭-৮ ঘণ্টা সময় লাগতো। পদ্মা সেতু ও কালনার মধুমতি সেতু হওয়ার পর ৩-৪ ঘণ্টায় ঢাকা যাওয়া যায়। এখন ট্রেন চালু হওয়ার কারণে আমরা ২ ঘণ্টায় ঢাকা যেতে পারবো। আজকে প্রথম যাত্রী হতে পেরে আমার ভীষণ খুশি লাগছে। নড়াইল জেলা যোগাযোগের ক্ষেত্রে আরো একধাপ এগিয়ে গেলো।” 

এইদিন ভোরবেলা থেকেই ট্রেন দেখার অপেক্ষায় শত শত মানুষ স্টেশনে ভিড় করেন। সবার মাঝে বিরাজ করছিল অন্যরকম একটা আনন্দ। প্রতীক্ষার অবসান ঘটিয়ে ট্রেন আসার পর লোকজন আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে। 

গণমাধ্যমকর্মী রিজাউল করিম বলেন, “পেশাগত দায়িত্ব পালনের জন্য ভোরবেলা স্টেশনে এসেছি। পেশাগত জীবনে অনেক নিউজ কভার করেছি। তবে আজকের নিউজটা কভার করতে গিয়ে অন্যরকম অনুভূতি। আমরা নড়াইল ও লোহাগড়াবাসী এগিয়ে যাচ্ছি। এক সময়ের অবহেলিত জেলা নড়াইল ট্রেন যোগাযোগের আওতায় আসায় ধীরে ধীরে উন্নয়নের দিকে এগিয়ে যাবে। ট্রেন চলাচলের মাধ্যমে আর্থিকসহ সামগ্রিকভাবে নড়াইল জেলা উন্নয়নের দিকে ধাবিত হবে।” 

নড়াইল রেল স্টেশন মাস্টার উজ্জ্বল বিশ্বাস বলেন, “নড়াইলে বাণিজ্যিকভাবে আজ থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। এই স্টেশনে প্রথম মাস্টার হতে পেরে আমিও গর্বিত। নড়াইল থেকে ঢাকায় যাত্তয়ার জন্য ৫০টি সিট বরাদ্দ ছিলো। টিকিট চালু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই বিক্রি হয়ে যায়।”

সময়সূচি অনুযায়ী খুলনা থেকে ৮২৫ জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি সকাল ৬ টায় খুলনা থেকে ছেড়ে নড়াইলে পৌঁছাবে সকাল সোয়া ৭ টায়। নড়াইল থেকে ঢাকায় পৌঁছাবে সকাল পৌনে ১০ টায়। ৮২৭ রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে সকাল ১০.৪৫ মিনিটের সময় ছেড়ে নড়াইল হয়ে বেনাপোল পৌঁছাবে ২টা ৪৫ মিনিটে। বেনাপোল থেকে ওই ট্রেনটি কিছুটা যাত্রা বিরতি করে সাড়ে ৩ টায় ছেড়ে নড়াইল হয়ে ঢাকা পৌঁছাবে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে। রাত ৮টায় ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি নড়াইল হয়ে খুলনায় পৌঁছাবে রাত ১১টা ৪০ মিনিটে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত