Homeঅর্থনীতিবেপজায় চীনা কোম্পানির ২ কোটি ৮৯ লাখ মার্কিন ডলার বিনিয়োগ

বেপজায় চীনা কোম্পানির ২ কোটি ৮৯ লাখ মার্কিন ডলার বিনিয়োগ

[ad_1]

চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান ডিং উ (বিডি) এন্টারপ্রাইজ লিমিটেড ২ কোটি ৮৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার বিনিয়োগে বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি তৈরি পোশাক উৎপাদনকারী কারখানা স্থাপন করতে যাচ্ছে। এ লক্ষ্যে গতকাল সোমবার ঢাকাস্থ বেপজা নির্বাহী দপ্তরে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং ডিং উ (বিডি) এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মি. ঝুওয়ান কাই নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চীনা কোম্পানিটি বার্ষিক ৫ কোটি পিছ আন্ডারওয়্যার, টি শার্ট, ইয়োগা প্যান্ট এবং সাঁতার কাটার প্যান্ট তৈরি করবে যার ফলে ৩ হাজার ১৩৫ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

বেপজার নির্বাহী চেয়ারম্যান বেপজা অর্থনৈতিক অঞ্চলকে তাঁদের বিনিয়োগ গন্তব্য হিসেবে বেছে নেওয়ার জন্য ডিং উ (বিডি) এন্টারপ্রাইজ লিমিটেডকে ধন্যবাদ জানান এবং বিনিয়োগকারীদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ প্রদানে বেপজার অঙ্গীকার তুলে ধরেন। তিনি ডিং উ (বিডি) এন্টারপ্রাইজকে বেপজা পরিবারে স্বাগত জানান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) মো. ইমতিয়াজ হোসেন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, নির্বাহী পরিচালক মসিহ্উদ্দিন বিন মেসবাহ এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজসহ প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত