Homeবিনোদনতানভীরের পছন্দ চ্যালেঞ্জিং চরিত্র | কালবেলা

তানভীরের পছন্দ চ্যালেঞ্জিং চরিত্র | কালবেলা


ছোট পর্দার ব্যস্ত অভিনেতা আবু হুরায়রা তানভীর। বর্তমান সময়ে তিনি টেলিভিশন নাটক, ওটিটি, সিনেমা সব মাধ্যমেই সমানতালে অভিনয় করে যাচ্ছেন। চরিত্রের প্রয়োজনে নিজেকে ভেঙে গড়ছেন। কখনো নায়কের চরিত্রে আবার কখনো ভিলেনের চরিত্রে প্রশংসিত হচ্ছেন তরুণ প্রজন্মের এই অভিনেতা। তবে অভিনয়ে চ্যালেঞ্জ নিতে সবসময় আগ্রহী তিনি।

অভিনেতা তানভীর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শক হৃদয়ে জয় করেছেন। গল্পনির্ভর কাজ করতে সবসময় পছন্দ তার। সেক্ষেত্রে চরিত্রের ব্যাপ্তি কম হলেও তিনি ছাড় দিতে রাজি নন।

এ বিষয়ে তানভীর বলেন, ‘দর্শকদের জন্যই আজকে আমি আবু হুরায়রা তানভীর হয়েছি। তাই তাদের জন্য ভালো কাজ উপহার দেওয়াই আমার দায়িত্ব। আমি কখনো প্রধান চরিত্র নিয়ে ভাবি না। আমার একটিই ভাবনা, সেটি হচ্ছে নিজের চরিত্রটি ঠিকঠাক ফুটিয়ে তোলা। সেক্ষেত্রে চরিত্রের ব্যাপ্তি কম হলেও আমার কোনো সমস্যা নেই। চরিত্রটি ভালো হলেই আামি অভিনয় করব। কারণ গল্পনির্ভর কাজে ছোট চরিত্রের প্রভাব থাকে বড়।’

এক্ষেত্রে কাজ বাছাইয়েও রয়েছে তার বিশেষ নজর। চরিত্রের ভেরিয়েশন নিয়ে এই অভিনেতা আরও বলেন, ‘আমার কাজ অভিনয়। এই অভিনয়ের জন্য আমি নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করে যেতে চাই। তাই চরিত্র নির্বাচনে আমার বেশ গুরুত্ব থাকে। অনেক কিছু বিবেচনার পরই আমি একটা কাজকে হ্যাঁ বলি।’

সময়ের আলোচিত এই অভিনেতা সবশেষ বড় পর্দায় অভিনয় করেছেন নির্মাতা মোস্তফা কামাল রাজের ‘ওমর’ সিনেমায়। এতে তিনি একটি নেতিবাচক চরিত্রে অভিনয় করেন। এ চরিত্রটি খুব বড় না হলেও অল্প সময়েই দর্শকদের নজর কাড়েন তানভীর।

বর্তমানে তার নাটক ও বিজ্ঞাপন নিয়ে ভালো ব্যস্ততা রয়েছে।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত