Homeবিনোদনসরব শখ | কালবেলা

সরব শখ | কালবেলা


সাড়া জাগানো মডেল-অভিনেত্রী আনিকা কবির শখ। বিয়ে, সংসার ও সন্তানের জন্ম—সবকিছু মিলে মাঝে মিডিয়া থেকে দূরে ছিলেন এ সুন্দরী। তবে শোবিজে ফের বাড়ছে শখের ব্যস্ততা। অভিনয়ে নিয়মিত হয়েছেন আগেই। তার একমাত্র কন্যা আনাহিতা রহমানের বয়স এখন তিন। তবে আনাহিতার যখন এক বছরও পূর্ণ হয়নি, তার আগে থেকেই বিরতির পর শখ ফের অভিনয়ে ব্যস্ত হয়ে উঠেছিলেন। সেই ধারাবাহিকতায় এখনো তিনি অভিনয়ে নিয়মিত।

এরই মধ্যে নতুন তিনটি ধারাবাহিক নাটকে কাজ করেছেন শখ। যার মধ্যে ইমরাউল রাফাত পরিচালিত ‘অদ্ভুত পরিবার’ নাটকটি এটিএন বাংলায় প্রচার শুরু হয়েছে। গুনী নাট্যনির্মাতা কায়সার আহমেদের নতুন ধারাবাহিক ‘অচিনপুর’ ও আবু হায়াত মাহমুদ পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘জেন-জি’ শিগগির দুটি ভিন্ন চ্যানেলে প্রচার শুরু হতে যাচ্ছে।

এদিকে ২৫ অক্টোবর শখের জন্মদিন। তবে এবারের জন্মদিনে তিনি ঢাকায় থাকতে পারছেন না। কারণ তার স্কুলজীবনের এক বান্ধবীর বিয়েতে তাকে ফরিদপুরে থাকতে হবে। সেখানে তিনি আনাহিতাকে সঙ্গে নিয়ে মনের মতো করে ঘুরে বেড়াবেন। এ ব্যাপারে শখ বলেন, “এ সময়টায় অভিনয়ে আমার জীবনে আবারও ছন্দ ফিরে এসেছে। আমি আমার মতো করে নিজের ভালোলাগার গল্পে কাজ করতে পারছি। এরই মধ্যে নতুন প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘অদ্ভুত পরিবারের’ জন্য বেশ ভালো সাড়া পাচ্ছি। সেইসঙ্গে অধীর আগ্রহে অপেক্ষা করছি ‘অচিনপুর’ ও ‘জেন-জি’ ধারাবাহিক দুটির জন্য। কারণ দুটি ধারাবাহিকেই আমার অভিনীত চরিত্র ভীষণ পছন্দ। বিশেষত কায়সার আহমেদ ভাইয়ের ‘অচিনপুর’ ধারাবাহিকের কথা বলতেই হয়। কায়সার ভাই একজন সিনিয়র নির্মাতা। ভীষণ গুণী এবং ভীষণ বিনয়ী একজন নির্মাতা। তার নির্দেশনায় কাজ করতে সবসময়ই আমার ভীষণ ভালোলাগে। বাকি দুজন তরুণ পরিচালকও ভীষণ মেধাবী। জন্মদিনে সবার দোয়া চাই যাতে পরিবারের সবাইকে নিয়ে দিনটি ঠিকঠাকভাবে উদযাপন করতে পারি।”

এদিকে শখ আরও জানান, শিগগির ওটিটি প্ল্যাটফর্মের জন্য একটি ওয়েব সিরিজে কাজ শুরু করতে যাচ্ছেন। তবে কোনো কিছুই এখনো চূড়ান্ত হয়নি বলে আপাতত বিস্তারিত জানাতে পারছেন না। এ ছাড়া নতুন নতুন বিজ্ঞাপনেও তার কাজ করার কথা রয়েছে। আনিকা কবির শখ মূলত একজন নৃত্যশিল্পী।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত