Homeদেশের গণমাধ্যমেটিকটকে খেলা দেখাবেন মেসি! | কালবেলা

টিকটকে খেলা দেখাবেন মেসি! | কালবেলা

[ad_1]

আর্জেন্টাইন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি; ফুটবল মাঠে দু’পায়ের জাদুতে মুগ্ধ রাখেন দর্শকদের। এবার সেই জাদু আরো বড় পরিসরে দেখানোর লক্ষ্যেই বুকে ক্যামেরা নিযে মাঠে নামবেন এ তারকা। যেই ক্যামেরা থেকে সরাসরি লাইভ হবে টিকটকে। ফলে ভক্তরা খুব কাছ থেকে কিংবদন্তির খেলার প্রতিটা মুভমেন্ট কিংবা প্রতিপক্ষের জালে বল জড়ানোর টেকনিক উপভোগ করতে পারবেন।

লিওনেল মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামি প্রথমবারের মতো মেজর লিগ সকারে জিতেছে সাপোর্টার্স শিল্ড। এবার ক্লাবটির লক্ষ্য এমএলএস কাপ। যেখানে লিওনেল মেসি খেলবেন বলেই ম্যাচটিকে ঘিরে নানা বিশেষ আয়োজন করছে কর্তৃপক্ষ। তারই অংশ হিসেবে এমএলএস কাপের এই ম্যাচে বুকে ক্যামেরা নিয়ে খেলবেন মেসি। সেই ক্যামেরা থেকে এমএলএস ও ইন্টার মায়ামির টিকটক চ্যানেলে দেখা যাবে লাইভ।

লিওনেল মেসি ইন্টার মায়ামিতে তার ১৬ মাসের অধ্যায়ে জিতেছেন লিগস কাপ শিরোপা। সবশেষে অক্টোবরে এমএলএস সাপোর্টার্স শিল্ডও উঠেছে মেসিদের হাতে। যুক্তরাষ্ট্র লিগের সবচেয়ে বড় প্রতিযোগিতা এমএলএস কাপে লিওনেল মেসি আর ইন্টার মায়ামি হয়ে উঠেছে জনপ্রিয় নাম। আর তাইতো ফুটবল ইতিহাসে লিওনেল মেসিই প্রথম; যাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় লাইভ দেখানো হবে। এর আগে কোনো একক খেলোয়াড়কে ঘিরে হয়নি কোনো লাইভ স্ট্রিম।

বয়স ৩৭ হয়ে গেলেও লিওনেল মেসি এখনো খেলছেন ১৮ বছরের এক তরুণের মতোই। আর্জেন্টিনা ও ইন্টার মায়ামির হয়ে ব্যক টু ব্যাক দুই হ্যাটট্রিকের পর তাকে নিয়ে সমর্থকদের আগ্রহ বেড়েছে কয়েক গুণ। ক্যারিয়ারের শেষ সময়ে এসেও মেসি কিভাবে এতটা ভালো খেলছেন; তা নিয়ে সমর্থকদের মনে জল্পনা কল্পনার শেষ নেই। এবার সেই দৃশ্য সরাসরি দেকার সুযোগ করে দিচ্ছে মেসির বর্তমান ক্লাব মায়ামী।

দর্শকদের আগ্রহ টিকটক লাইভে বা মেসির দিকে থাকলেও ইন্টার মায়ামির চোখ এমএলএস কাপের শিরোপায়। কারণ লিগস কাপের শিরোপা জিতলেও অনেকের মতে এমএলএস কাপই প্রকৃত প্রতিযোগিতার মঞ্চ। আর তাইতো ক্যারিয়ারের শেষটা রাঙাতে আর মেসি আর ইন্টার মায়ামি সবটুকু উজার করে খেলবেন এই ম্যাচে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার ভোর সাড়ে ছয়টায়।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত