Homeবিনোদন‘হল ভিজিটের প্ল্যান কার ছিল?’ আবার থানায় জেরার মুখে আল্লু অর্জুন

‘হল ভিজিটের প্ল্যান কার ছিল?’ আবার থানায় জেরার মুখে আল্লু অর্জুন

[ad_1]

একদিকে বক্সঅফিসে হিট, অন্যদিকে আইনী জটিলতায় ভুগছেন ‘পুষ্পা ২’ সিনেমার নায়ক দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। প্রিমিয়ারে পদদলিত হয়ে নারীর মৃত্যুকে ঘিরে মামলায় এই তারকার কপালে চিন্তার ভাঁজ। শুধু তাই নয়, এর আগে একরাত থানা হাজতে রাত কাটিয়ে জামিনের পর আবার যেতে হয়েছে থানায়। এবার জেরা পর জেরা।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, গতকাল মঙ্গলবার সকালে তাঁকে যেতে হয়েছে হায়দরাবাদের চিক্কড়পল্লি থানায়। তারপর শুরু হয় জিজ্ঞাসাবাদ। একের পর এক প্রশ্নবাণ।

জানা গেছে, এ সুপারস্টারকে প্রশ্ন করা হয়—৪ ডিসেম্বর সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে যে তাঁর যাওয়ার অনুমতি ছিল না, তা কি তিনি জানতেন? আল্লুর এই হল ভিজিটের প্ল্যান কার ছিল? কোনো পুলিশ সদস্য কি তাঁকে পদপিষ্টের ঘটনা জানিয়েছিলেন? মহিলার মৃত্যুর খবর তিনি কখন জানতে পারেন? হলের বাইরে ভক্তদের সঙ্গে ইন্টারেকশনের অনুমতি কি তাঁর ছিল কি না?

এর আগে রোববার এ দক্ষিণী সুপারস্টারের জুবিলি হিলসের বাড়ির সামনে বিক্ষোভ করেছে একদল ব্যক্তি। শুধু তাই নয় বাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে ইট-পাটকেল, গেটে চালানো হয়েছে ভাঙচুর। এ ঘটনায় পুলিশ আটজনকে আটক করেছে। তবে নিরাপত্তার কথা চিন্তা তাঁর দুই সন্তানকে অন্যখানে পাঠিয়ে দিতে বাধ্য হন আল্লু অর্জুন। তাঁর বাড়ির সামনে করা বিক্ষোভের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে বিক্ষোভকারীদের ‘উই ওয়ান্ট জাস্টিস…’ স্লোগান দিতে শোনা যায়। হাতে প্ল্যাকার্ড।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের প্যানেলের সদস্যরাই এই হামলা চালিয়েছে বলে জানা গেছে। ঘটনায় ৮ জনকে আটক করেছে পুলিশ।

এই ঘটনা প্রকাশ্যে আসার ঘণ্টাখানেক আগেই আল্লু অর্জুন সোশ্যাল মিডিয়ায় ভক্তদের দায়িত্ববান হওয়ার পরামর্শ দিয়েছিলেন। আল্লু অর্জুন লিখেন, ‘সমস্ত অনুরাগীদের অনুরোধ জানাচ্ছি, তাঁরা যেন নিজেদের অনুভূতি দায়িত্বশীলভাবে প্রকাশ করেন। সোশ্যাল মিডিয়া হোক বা অফলাইন, কোথাও কোনো অশ্লীল বা কুরুচিকর শব্দ প্রয়োগ করবেন না। কোনো ভুয়া প্রোফাইল থেকে আমার ভক্ত দাবি করে এসব করা থেকে বিরত থাকুন। কেউ এ রকম কোনো কাণ্ড ঘটালে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেব।’

এ দিকে আল্লু অর্জুনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমীন দলের বিধায়ক আকবরউদ্দিন ওয়াইসি। তিনি বলেন, ‘যখন সেই ফিল্মস্টারকে জানানো হয়, প্রেক্ষাগৃহের বাইরে পদপিষ্টের ঘটনা ঘটেছে। এক নারীর মৃত্যু হয়েছে। তখন ওই ফিল্মস্টার হেসে বলেছিলেন, এবার তাহলে সিনেমা হিট হয়ে যাবে। এত কিছুর পরও তিনি ওই হলে বসে পুরো সিনেমা দেখেন, যাওয়ার সময় হাত নেড়ে অভিবাদন জানান। আহতদের খোঁজ নেওয়ারও প্রয়োজন বোধ করেননি।’

অন্যদিকে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি দাবি করেছেন, অনুমতি ছাড়াই ‘পুষ্পা ২ ’-এর প্রিমিয়ারে গিয়েছিলেন আল্লু অর্জুন। এরপর সংবাদ সম্মেলনে সুপারস্টার দাবি করেন, তাঁকে নিয়ে ভুয়া খবর ছড়ানো হচ্ছে। আল্লু অর্জুন বলেন, ‘দয়া করে আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলবেন না। আমি এ রকম মানুষ নই। সেদিন সিনেমা হল কর্তৃপক্ষকে জানিয়েই আমি সেখানে যাই। সেখানে পুলিশ ভিড় সরাচ্ছিল। যদি তাঁরা বলতেন, অনুমতি নেই আপনি ফিরে যান; আমি তখনই ফিরে যেতাম।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত