Homeদেশের গণমাধ্যমেজলবায়ু পরিবর্তন ট্রাস্টের এমডি রফিকুল আর নেই

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের এমডি রফিকুল আর নেই

[ad_1]

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের (বিসিসিটি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রফিকুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুর ১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ। পৃথক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার কৃতী সন্তান রফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অণুজীব বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর ১৮তম বিসিএস প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে ১৯৯৯ সালে তিনি সিভিল সার্ভিসে যোগদান করেন। সর্বশেষ গত জুলাই থেকে বিসিসিটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত