Homeদেশের গণমাধ্যমেপরলোকে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

পরলোকে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

[ad_1]

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির অর্থনৈতিক উদারীকরণের পুরোধাপুরুষ মনমোহন সিংহ পরলোক গমন করেছেন। তার বয়স হয়েছিল ৯২ বছর।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) শারীরিক অসুস্থতা নিয়ে দিল্লি এইমস হাসপাতালে ভর্তি হন মনমোনহন সিং। সেখান থেকে আর বাড়ি ফেরা হলো না। ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী।

হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত ৯টা ৫১ মিনিটের দিকে মারা যান মনমোহন সিং। এর আগে এমএস হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয় তাকে। তার শারীরিক অবস্থা বেশ গুরুতর ছিল। তবে ঠিক কী ধরনের অসুস্থতা, সে সম্পর্কে কিছু জানা যায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন দেশটির দুঃসময়ের অর্থনৈতিক পুনরুদ্ধারে হাল ধরা ড. মনমোহন সিং।

ভারতের জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রথমবার ২০০৪ সালের ৯ মে প্রধানমন্ত্রী হন মনমোহন সিং। একই দল থেকে ২০০৯ সালের ২২ মে টানা দ্বিতীয় মেয়াদে প্রধাননমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় তাকে।

চলতি বছরের শুরুতে রাজ্যসভা থেকে অবসর নেন মনমোনহ সিং। তার আগে ১৯৯৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ ২৬ বছর একটানা রাজ্যসভার সদস্য ছিলেন তিনি; বিরোধী দলের নেতা হিসেবেও দায়িত্ব পালন করেন। 

১৯৮২ থেকে ১০৮৫ সাল পর্যন্ত রিজার্ভ অব ইন্ডিয়া অর্থাৎ ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ছিলেন মনমোনহন সিং।

৩৩ বছর আগে ১৯৯১ সালে ড. মনমোহন সিং রাজ্যসভার সদস্য মনোনীত হন। সেই থেকেই তার রাজনৈতিক ইনিংসের শুরু। এর চার মাসের মাথায় বিশ্বখ্যাত এই অর্থনীতিবিদ ভারতের  পিভি নরসিমা রাও সরকারের অধীনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে শপথ নেন।

অসাধারণ মেধাবী মনমোহন সিং অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তরে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে প্রথম হয়েছিলেন। এরপর তিনি কেমব্রিজে চলে যান এবং অবশেষে অক্সফোর্ড থেকে ডি-ফিল অর্জন করেন।

ভারতে উদার অর্থনীতির জনক বলা হয় ড. মনমোহন সিংকে। ভারতের কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোটের প্রধান মুখ হিসেবে ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ১০ বছর প্রধানমন্ত্রী পদে ছিলেন তিনি। ২০১৪ সালে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের কাছে ইউপিএ পরাজিত হলে ক্ষমতায় আসেন নরেন্দ্র মোদি।

১৯৩২ সালের ২৬ সেপ্টেম্বর তৎকালীন পশ্চিম পাঞ্জাবের (বর্তমানে পাকিস্তানে) গাহতে জন্মগ্রহণ করেন মনমোহন সিং।  



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত