Homeদেশের গণমাধ্যমেবুশরা বিবি তো কারামুক্ত হলেন, ইমরান খান মুক্তি পাবেন কি

বুশরা বিবি তো কারামুক্ত হলেন, ইমরান খান মুক্তি পাবেন কি


ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) এই সংশোধনীর বিরোধিতা করেছে এবং দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে।

গুঞ্জন শোনা যাচ্ছে, সংশোধনীতে পিটিআইর সমর্থন দেওয়ার শর্তে বুশরাকে মুক্তি দেওয়া হয়েছে। বুশরা বিবির মুক্তি নিশ্চিত করতে পিটিআই পাকিস্তান কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা করেছে। তবে পিটিআই প্রধান গহর আলী খান সে গুঞ্জন নাকচ করে দিয়েছেন।

রাওয়ালপিন্ডিতে আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের গহর আলী খান বলেন, ‘আমাদের যদি তাদের সঙ্গে কোনো চুক্তিই করতে হতো, তাহলে তো ৯ মাস ধরে বিবিকে (বুশরা) এবং ১৬ মাস ধরে খানকে (ইমরান) কারাগারে থাকতে হতো না। খানের ওপর চাপ তৈরি করতেই তাঁকে (বুশরা) কারাগারে রাখা হয়েছিল। তবে খোদার ইচ্ছায় শিগগিরই তিনি (ইমরান) মুক্তি পাবেন। আর তা আইনি প্রক্রিয়াতেই হবে, কোনো চুক্তির মধ্য দিয়ে নয়।’

২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। তখন থেকে ইমরানের বিরুদ্ধে দুর্নীতি, সহিংসতায় উসকানি দেওয়া, রাষ্ট্রের গোপন তথ্য ফাঁসসহ ১৫০টির বেশি মামলা হয়েছে। গত বছরের আগস্টে গ্রেপ্তার হন এই নেতা।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত