Homeদেশের গণমাধ্যমেপ্রথমবার সূর্যের সবচেয়ে কাছে পৌঁছাল নাসার প্রোব

প্রথমবার সূর্যের সবচেয়ে কাছে পৌঁছাল নাসার প্রোব

[ad_1]


আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৪, ২৭ ডিসেম্বর ২০২৪  

প্রথমবার সূর্যের সবচেয়ে কাছে পৌঁছাল নাসার প্রোব

নাসার পার্কার সোলার প্রোব শুক্রবার ভোরে সূর্যের সবচেয়ে কাছাকাছি পৌঁছায় এবং সেখান থেকে সংকেত পাঠায়। ছবি: নাসা।


মহাকাশ অভিযাত্রার ইতিহাসে প্রথমবারের মতো সূর্যের সবচেয়ে কাছাকাছি পৌঁছানোর রেকর্ড গড়ল যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার পার্কার সোলার প্রোব।

বিবিসি বলছে, গ্রিনিচ মান সময় শুক্রবার ভোর ৫টায় পার্কার সোলার প্রোব থেকে সংকেত পেয়েছেন বিজ্ঞানীরা। এর মাধ্যমে সূর্য নিয়ে গবেষণা আর চিন্তার দিক থেকে মানুষের জন্য খুলে গেল এক নব দিগন্ত।

অবশ্য বেশ কয়েকদিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল পার্কার সোলার প্রোব। এই সময়ে সেটি থেমে ছিল না। প্রোবটি পৌঁছে যায় সূর্যপৃষ্ঠ থেকে ৩৮ লাখ (৩.৮ মিলিয়ন) মাইলের মধ্যে, যা মহাকাশ গবেষণায় প্রথমবার ঘটল। সেই দূরত্ব থেকে সোলার প্রোবটি সংকেত পাঠিয়েছে।

বিবিসি লিখেছে, নাসার পার্কার সোলার প্রোবের তাপ সহনশীল ক্ষমতা খুবই বেশি, এটি ১ হাজার ৪০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও বিকিরণ সহ্য টিকে থাকতে পারে। এরই মধ্যে ওই তাপমাত্রা সহ্য করেছেও সেটি।

নাসা বার্তা অনুযায়ী, পার্কার সোলার প্রোবটি নিরাপদ এবং স্বাভাবিকভাবেই সূর্যপৃষ্ঠ থেকে ৩৮ লাখ মাইলের মধ্যে পৌঁছে গেছে। অস্বাভাবিক তাপমাত্রা আর চরম বিকিরণ সহ্য করে ক্রিসমাসের প্রাক্কালে যানটি সূর্যের বায়ুমণ্ডলের বাইরের অংশে প্রবেশ করে।

সূর্যের কাছাকাছি চরম প্রতিকূল পরিবেশে ‘পার্কার সোলার প্রোব’ টিকে থাকবে কি না, সেটি নিয়ে সংশয় ছিলেন বিজ্ঞানীরা। কারণ, ওই বৈরী পরিবেশে যদি সেটি পৌঁছে থাকে, তাহলে ২৮ ডিসেম্বর সংকেত পাঠাবার কথা ছিল।

সে অনুযায়ী বিজ্ঞানীরা অধীর অপেক্ষায় ছিলেন, সংকেত কখন আসে! অবশ্য এক দিন আগেই সেই বহু কাঙ্ক্ষিত সংকেত পেয়ে গেছেন নাসার বিজ্ঞানীরা। আর এর মধ্য দিয়ে সূর্য গবেষণায় এক নতুন মাইলফলক স্পর্শ করলেন তারা।

ঢাকা/রাসেল



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত