Homeদেশের গণমাধ্যমেজ্যোতি ১৭১, মুর্শিদা ১৭০, সোবহানা ১১৮, দোলা ১০২ 

জ্যোতি ১৭১, মুর্শিদা ১৭০, সোবহানা ১১৮, দোলা ১০২ 

[ad_1]

বিসিএলে সেঞ্চুরির মিছিল 









প্রকাশিত: ২২:২৫, ২৮ ডিসেম্বর ২০২৪  
আপডেট: ২২:৩২, ২৮ ডিসেম্বর ২০২৪

জ্যোতি ১৭১, মুর্শিদা ১৭০, সোবহানা ১১৮, দোলা ১০২ 


বাংলাদেশ নারী ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডে দুই ম্যাচে সেঞ্চুরি করেছেন চার ব্যাটার। এক সেন্ট্রাল জোন থেকে এসেছে দুটি সেঞ্চুরি, আর ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে নর্থ জোন ও ইস্ট জোন থেকে আসে একটি করে সেঞ্চুরি।

শনিবার (২৮ ডিসেম্বর) দুই ম্যাচেরই ইতি ঘটেছে ড্র’তে। সর্বোচ্চ ১৭১ রান করেন রান করেন সেন্ট্রাল জোনের নিগার সুলতানা জ্যোতি, ১৭০ রান করেন মুর্শিদা খাতুন, ইস্ট জোনের দিলারা দোলা ও নর্থ জোনের সোবহানা মোস্তারি।

ইস্ট জোনের বিপক্ষ গতকাল দ্বিতীয় দিন ১২২ রানে অপরাজিত থাকা মুর্শিদা থামেন ১৭০ রানে। ২৮৬ বলে এই রান করেন তিনি। চার হাঁকিয়েছেন ২৩টি। আর ৬৪ রানে দিন শুরু করা জ্যোতি ৩২২ বলে করেন ১৭১ রান। চার হাঁকান ১৮টি। সেঞ্চুরি করেন ২১৮ বলে।

দুই শতকে ভর করে সেন্ট্রাল প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫২৮ রান করে। এর আগে দিলারা দোলার ১০২ রানে ভর করে ইস্ট জোন ৩৫৪ রান করে। রান উৎসবের এই ম্যাচটি শেষ হয়েছে দুই দলের প্রথম ইনিংসেই।

এদিকে বাংলা ট্র্যাকে শেষ দিনে সোবহানা মোস্তারির সেঞ্চুরিতে ভর করে সাউথ জোনকে ২৭৬ রানের লক্ষ্য দেয় নর্থজোন।  ১৪৬ বলে ১১৮ রান করেন সোবহানা। সেঞ্চুরির দেখা পান ১৪০ বলে। ৫ উইকেটে ২৫৭ রানে ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংসে নর্থ জোন করে ২৩৮ রান।

তাড়া করতে নেমে ৮ উইকেটে ২৩২ রান করে সাউথ জোন। সর্বোচ্চ ৫৭ রান করেন রুমানা আহমেদ। এর আগে প্রথম ইনিংসে দলটি করেছিল ২২০ রান। 

ঢাকা/রিয়াদ



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত