Homeদেশের গণমাধ্যমেপার্বত্য এলাকায় ভূমি কমিশন কার্যকর করার চেষ্টা চলছে : পার্বত্য উপদেষ্টা

পার্বত্য এলাকায় ভূমি কমিশন কার্যকর করার চেষ্টা চলছে : পার্বত্য উপদেষ্টা

[ad_1]

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, তিন পার্বত্য জেলার মানুষের একটাই দাবি এখন ভূমি কমিশন। আমরা এ কমিশন কার্যকর করার চেষ্টা করছি।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এমন মন্তব্য করেন।

সুপ্রদীপ চাকমা বলেন, ভূমি মন্ত্রণালয় থেকে এরই মধ্যে আইন মন্ত্রণালয়ে কমিশনে জনবল নিয়োগ দেওয়ার চিঠি দেওয়া হয়েছে। আমরা এ কমিশনকে পুনরুজ্জীবিত করতে চাই। শুধু তিন পার্বত্য জেলায় নয়, সারা দেশে ভূমি-সংক্রান্ত গোলমাল রয়েছে বলে জানান এ উপদেষ্টা।

এ সময় পার্বত্য উপদেষ্টা পাহাড়ের সব সম্প্রদায়ের জন্য সরকারি সব সুযোগ-সুবিধা ন্যায্যতার ভিত্তিতে প্রদান করা এবং মানসম্মত শিক্ষা ও উন্নয়ন অব্যাহত রাখার আশাবাদও ব্যক্ত করেন।

এ দিন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ১ কোটি টাকা ব্যয়ে বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত ভবন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে ৫ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সের উদ্বোধন করেন পার্বত্য উপদেষ্টা।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার হোছাইন মোহাম্মদ রায়হান কাজেমী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ফয়সল উদ্দিনসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত