[ad_1]
কেরানীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২১:৩৬, ২৮ ডিসেম্বর ২০২৪

বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়
জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করাই মূল লক্ষ্য। তাই কালক্ষেপণ না করে জনগণের মৌলিক ভোটের অধিকার ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
আজ শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় কোন্ডা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশের মানুষ স্বৈরাচার হাসিনা থেকে মুক্তি পেয়েছে কিন্তু তাদের গণতান্ত্রিক ভোটের অধিকার ফিরে পায়নি। জনগণ চায় তাদের ভোটের অধিকার ফিরে পেতে। ১৬ বছর দেশের মানুষের সঙ্গে নির্বাচনের নামে তামাশা করেছে। তাই দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক ভোটের অধিকার ফিরিয়ে দিন।
দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ ও সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, দক্ষিণ থানা যুবদলের সভাপতি মোকাররম হোসেন সাজ্জাদ, বিএনপির কেরানীগঞ্জ মহিলা দলের সভানেত্রী নার্গিস বেগম, ব্যবসায়ী নেতা ঈশা খা, মোহাম্মদ মোস্তাক হোসেন প্রমুখ।
ঢাকা/শিপন/বকুল
[ad_2]
Source link