Homeরাজনীতিনৈতিক স্খলনের কারণে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে: জাতীয় মুক্তি কাউন্সিল

নৈতিক স্খলনের কারণে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে: জাতীয় মুক্তি কাউন্সিল

[ad_1]

জাতীয় মুক্তি কাউন্সিল সভাপতি বদরুদ্দীন উমর ও সম্পাদক ফয়জুল হাকিম এক বিবৃতিতে নৈতিক স্খলনের জন্য রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, ‘গত ৫ আগস্ট ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের সময় জাতির উদ্দেশ্যে টেলিভিশন ও মিডিয়ায় দেওয়া ভাষণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছিলেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। কিন্তু সম্প্রতি মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমানকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি  সাহাবুদ্দিন বলেন, তিনি শুনেছেন কিন্তু তার কাছে এ সংক্রান্ত কোনও দালিলিক প্রমাণ নেই। রাষ্ট্রপতির এই বক্তব্যের মধ্য দিয়ে তার নৈতিক স্খলন ঘটেছে বলে আমরা মনে করি। তার আর রাষ্ট্রপতির পদে থাকা চলে না।’

‘গণঅভ্যুত্থানের সময় আইনের কথা চলে না। যেটা ঐতিহাসিক প্রয়োজন হিসেবে আবির্ভূত হয়েছে সেটাই চলবে। ঐতিহাসিক প্রয়োজনীয়তা আইনকে অগ্রাহ্য করেই সম্মুখে অগ্রসর হয়।’

ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলকে অবিলম্বে আগামী জাতীয় সংসদ নির্বাচন যা একই সঙ্গে গণপরিষদ বা সংবিধানসভার নির্বাচন হিসেবে বিবেচনা করার আহ্বান বিবৃতিতে জানান দুই শীর্ষনেতা।

তারা বলেন, অন্তর্বর্তী সরকারকে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া ও নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়াকে অগ্রাধিকার দিয়ে অবিলম্বে নির্বাচনের সময়কাল ঘোষণা করতে হবে। সংস্কারের নামে অধিক সময়ক্ষেপণ জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত