[ad_1]
জার্মান সংবাদমাধ্যমে মতামত প্রকাশের আগে গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইলন মাস্ক বলেন, একমাত্র এএফডি-ই জার্মানিকে রক্ষা করতে পারে। বলা হচ্ছে, এক্সে দেওয়া ওই বার্তার বিস্তারিত জানাতেই মতামত লেখেন তিনি।
মাস্ক লিখেছেন, ‘এএফডিকে যেভাবে কট্টর ডানপন্থী হিসেবে তুলে ধরা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। দলের প্রধান আলিসে ভিডেলের একজন শ্রীলঙ্কান সমলিঙ্গের সঙ্গী রয়েছেন। এটি কি আপনাদের কাছে হিটলারের মতো মনে হয়?’
মাস্কের দাবি, জার্মানির অভিবাসন নিয়ন্ত্রণ, জ্বালানি সরবরাহ ও অর্থনীতি পুনরুদ্ধারে শক্ত অবস্থান নিয়েছে এএফডি৷ তিনি লিখেছেন, ‘ডানপন্থী দল হিসেবে বিবেচনা করা হলেও এএফডি একটি রাজনৈতিক বাস্তবতার প্রতিনিধিত্ব করে। বিষয়টি অনেক জার্মানের ভাবনার সঙ্গে মিলে যায় যাঁরা মনে করেন, তাঁদের উদ্বেগগুলো কর্তৃপক্ষ অবহেলা করছে। তারা বর্তমান অনেক সমস্যার সমাধান করছে।’
ইলন মাস্ক আরও লিখেছেন, ‘নিয়ন্ত্রিত অভিবাসন নীতির পক্ষে এএফডি, যা জার্মান সমাজে একীভূতকরণের বিষয়টি এবং জার্মানির সংস্কৃতি ও নিরাপত্তাকে গুরুত্ব দেয়। এর সঙ্গে জেনোফোবিয়ার কোনো সম্পর্ক নেই। বরং এটি নিশ্চিত করে যে বিশ্বায়নের দিকে ছুটতে গিয়ে জার্মানি নিজের পরিচয় হারিয়ে ফেলছে না।’
[ad_2]
Source link