[ad_1]
জিনাতকে ধরার জন্য কয়েক দিন ধরে বন বিভাগ ড্রোন ব্যবহার করে তার অবস্থানের ওপর নজর রাখছিল। গতকাল রাতে এই বাঘিনীকে বন্দী করার জন্য বন বিভাগের ৪০ জন কর্মী আগুন জ্বালিয়ে বাঁকুড়ার বড়জোড়া জঙ্গলের একাংশ জাল দিয়ে ঘিরে রাখেন। এদিন দুবার ঘুমপাড়ানি গুলি ছোড়া হলেও তা তার গায়ে লাগেনি। কিন্তু আজ তা সফল হয়। এরপর তাকে বন্দী করা হয়।
গত ১৫ নভেম্বর মহারাষ্ট্রের তাড়োবা-আন্ধারী বাঘ প্রকল্প থেকে ওডিশার ময়ূরভঞ্জ জেলার সিমলিপাল বাঘ প্রকল্পের জন্য আনা হয় তিন বছরের জিনাতকে। সম্প্রতি সিমলিপাল বাঘ প্রকল্প থেকে পাশের পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে ঢুকে পড়ে সেটি। ২২ ডিসেম্বর বাঘিনী চলে যায় বন্দোয়ানের রাইকা পাহাড়ের জঙ্গলে।
[ad_2]
Source link