Homeদেশের গণমাধ্যমেকৃষককে পেটানো যুবদলের সেই দুই নেতা বহিষ্কার

কৃষককে পেটানো যুবদলের সেই দুই নেতা বহিষ্কার

[ad_1]

নোয়াখালীর হাতিয়া উপজেলায় পুলিশ ফাঁড়িতে ডেকে নিয়ে কৃষক ও তার ছেলেকে বেধড়ক পেটানো যুবদলের সেই দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে নোয়াখালী জেলা যুবদলের দপ্তর সম্পাদক রায়সুল হায়দার বাবু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কার দুই যুবদল নেতা হলেন- বুড়িরচর ইউনিয়ন যুবদলের সভাপতি রুবেল উদ্দিন রনি ও একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সাহেদ কামার।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে হাতিয়া উপজেলার যুবদলের অধীন বুড়ির চর ইউনিয়ন যুবদলের সভাপতি ও ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদককে দল থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নিবে না। অত্র উপজেলা ও ইউনিয়ন যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীরা বহিষ্কৃত দুজনের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে বুড়িরচর ইউনিয়ন যুবদলের সভাপতি রুবেল উদ্দিন রনির বিরুদ্ধে ভূমি দখল, চাঁদা আদায়সহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। তিনি দীর্ঘদিন ধরে জমির মালিক জসীম উদ্দিনের বর্গা চাষি মোস্তফাকে ধান চাষ করতে বাধা দিয়ে আসছেন এবং তাকে হত্যার হুমকিও দিয়ে যাচ্ছেন। এ নিয়ে বেশ কয়েকটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বুড়িরচর সাগরিয়া পুলিশ ফাঁড়িতে কৃষক জসীম উদ্দিন ও তার ছেলে পল্লী চিকিৎসক রোকাম হোসেনকে পিটিয়ে আহত করেন তিনি।

জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আমিন সুমন কালবেলাকে বলেন, যেই দলের শৃঙ্খলা ভঙ্গের কাজ করবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ, যারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে তার দায়িত্ব দল বহন করবে না।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত