Homeদেশের গণমাধ্যমেমায়ের শোককে শক্তিতে পরিণত করে মানবসেবায় অপর্ণা রায়

মায়ের শোককে শক্তিতে পরিণত করে মানবসেবায় অপর্ণা রায়

[ad_1]

সদ্য প্রয়াত মায়ের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না উঠতেই মানবসেবায় নেমেছেন বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদিকা অপর্ণা রায় দাস।

সোমবার (৩০ ডিসেম্বর) নারায়ণগঞ্জের সাইনবোর্ড বাসস্ট্যান্ডে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। এর আগে রোববার (২৯ ডিসেম্বর) মা ঝর্ণা রায়কে হারান অপর্ণা রায় দাস।

জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের প্রতিষ্ঠাতা সভাপতি এস আলম রাজিবের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সুভাষ চন্দ্র দাস, নারায়ণগঞ্জ সদর থানা জাসাসের সভাপতি দিকো খান, ঢাকা দক্ষিণ ছাত্রদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রকিবুল, ছাত্রদলের সাবেক সদস্য ইঞ্জিনিয়ার সীমান্ত দাস, স্বপন, সাবেক ভিপি রাজু প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, মাত্র একদিন আগেই মাকে হারিয়ে শোকাহত অপর্ণা রায়। তবুও দেশের মানুষের জন্য, দুস্থ মানুষের জন্য তার অব্যাহত কর্মপ্রচেষ্টা আমাদের সবাইকে অনুপ্রাণিত করে। নিজের ব্যক্তিগত কষ্টকে পেছনে ফেলে মানবসেবার এই উদ্যোগ নিঃসন্দেহে সবার কাছে অনুকরণীয়। দেশ ও জনগণের প্রতি অপর্ণা রায় দাসের এই আত্মত্যাগ ও দায়বদ্ধতা বিএনপির মানবিক ও জনবান্ধব নীতিরই প্রতিফলন।

তারা আরও বলেন, শ্রদ্ধা জানাই এই সংগ্রামী নারীর প্রতি, যিনি শোককে শক্তিতে পরিণত করে দেশের সেবায়, মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত