[ad_1]
অবশ্য কিছু ক্ষেত্রে গুগলের পিছিয়ে পড়ার বিষয়টি স্বীকার করেছেন পিচাই। তবে তিনি গুগলের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আশাবাদী। পিচাই বলেন, ‘ইতিহাসে দেখা গেছে, সব সময় প্রথম হওয়া জরুরি নয়। বরং ভালোভাবে কাজ করে শ্রেষ্ঠ মানের পণ্য তৈরি করাই গুরুত্বপূর্ণ।’
গুগল এখন বড় ধরনের নিয়ন্ত্রক প্রতিবন্ধকতারও মুখোমুখি। যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টের সার্চ মার্কেট মনোপলি মামলা এবং ক্রোম ব্রাউজার ও বিজ্ঞাপন প্রযুক্তি নিয়ে তদন্ত এখন চলমান। এ প্রসঙ্গে পিচাই বলেন, ‘আমাদের আকার ও সাফল্যের কারণে বৈশ্বিক নজরদারির আওতায় থাকা আমাদের জন্য নতুন কিছু নয়।’
[ad_2]
Source link