[ad_1]
শুধু হারের দিক থেকে নয়, গোল খাওয়াতেও বিব্রতকর রেকর্ড সঙ্গী হয়েছে ইউনাইটেডের। সব প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেড ডিসেম্বর মাসে হজম করেছে ১৮ গোল। ১৯৬৪ সালের মার্চের পর প্রথম এমন অভিজ্ঞতার মুখোমুখি হলো তারা। সেবারও ১৮ গোল হজম করেছিল দলটি।
গতকাল নিউক্যাসলের কাছে হারের পর অবনমন এড়াতে লড়াই করতে হবে কি না জানতে চাইলে আমোরিম বলেছেন, ‘আমার ধারণা এটা একটা সম্ভাবনা। আমাদের ভক্তদের কাছে স্পষ্ট থাকতে হবে।’ ইউনাইটেডের কোচ হিসেবে অবনমন নিয়ে আলোচনা বিব্রতকর কি না জানতে চাইলে তিনি বলেছেন,‘এখানে আমারও দায় আছে। দল উন্নতি করছে না।’
[ad_2]
Source link