[ad_1]
এদিকে গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে আজ ভোর থেকে ভারী কুয়াশায় ফেরিসহ নৌযান চলাচল বিঘ্নিত হয়। বেলা বাড়ার সঙ্গে কুয়াশা বাড়লে কর্তৃপক্ষ দুর্ঘটনা এড়াতে সকাল ৬টা ৩০ মিনিট থেকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয়। এর আগে ছেড়ে যাওয়া ইউটিলিটি (ছোট) ফেরি মাঝ নদীতে আটকা পড়ে। ফেরি আটকে যাওয়ার খবরে উভয় ঘাট থেকে আর কোনো ফেরি ছাড়েনি।
দৌলতদিয়ায় কেটাইপ ফেরি ফরিদপুর, রো রো ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, এনায়েতপুরী ও ইউটিলিটি ফেরি কপোতী নোঙর করে থাকে। একইভাবে পাটুরিয়া ঘাটে ভাষা সৈনিক গোলাম মাওলা, ভাষা শহীদ বরকত, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও কেটাইপ ফেরি গৌরী নোঙর করতে বাধ্য হয়। নদী পাড়ি দিতে আসা যানবাহনের চালক, সহকারীসহ যাত্রীরা দুর্ভোগে পড়েন।
পাটুরিয়া ঘাট এলাকার পরিবহনের তত্ত্বাবধায়ক খোরশেদ আলম বলেন, কয়েক দিন বিরতির পর আজ ভোর থেকে আকস্মিকভাবে কুয়াশা পড়তে থাকে।
[ad_2]
Source link