Homeদেশের গণমাধ্যমেমিরপুরে তৃতীয় শাখার উদ্বোধন করল মি: ডি আই ওয়াই

মিরপুরে তৃতীয় শাখার উদ্বোধন করল মি: ডি আই ওয়াই

[ad_1]

জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়ার শীর্ষস্থানীয় হোম ইমপ্রুভমেন্ট রিটেইল ব্র্যান্ড মি: ডি আই ওয়াই শুক্রবার ২৫ অক্টোবর রাজধানীর মিরপুরে চিড়িয়াখানা রোডে নিজেদের তৃতীয় স্টোরের উদ্বোধন করেছে।

৬,৬৪৪ বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত নতুন এ স্টোরটি মিরপুর বাসিন্দাদের হোম ইম্প্রুভমেন্ট সংশ্লিষ্ট প্রয়োজনীয় পণ্য কেনার ক্ষেত্রে সুবিধা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবে। মি: ডি আই ওয়াই -এর নতুন স্টোরটিতে দশটি ক্যাটাগরিতে বিস্তৃত পরিসরে বিভিন্ন পণ্য পাওয়া যাবে, যার মধ্যে রয়েছে: হার্ডওয়্যার, হাউজহোল্ড, ইলেকট্রিক্যাল, ফার্নিশিং, গাড়ির অ্যাকসেসরিজ, স্টেশনারি, খেলনা সহ আরও বিভিন্ন ক্যাটাগরি। আর সব পণ্যই কেনা যাবে সবসময়, কমদামে।

উদ্বোধনী অনুষ্ঠানে মি: ডি আই ওয়াই বাংলাদেশের হেড অব অপারেশনস সৈয়দ নূর আনোয়ার বলেন, “মিরপুরে আমাদের তৃতীয় স্টোর চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। বছরের শুরুতে চালু হওয়া আমাদের প্রথম দুটি স্টোর নিয়ে ক্রেতাদের ইতিবাচক সাড়াই এক্ষেত্রে আমাদের অনুপ্রাণিত করেছে। নতুন স্টোরটি ক্রেতাদের জন্য আরও সাশ্রয়ী মূল্যে, গুণগত মানের পণ্য নিয়ে আসার ক্ষেত্রে আমাদের প্রতিশ্রুতি পূরণে সক্ষম করে তুলবে। এর মাধ্যমে ক্রেতারা সহজেই সাশ্রয়ী মূল্য দৈনন্দিন জীবনের প্রয়োজন পূরণে সকল পণ্য কিনতে পারবেন।”

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য ‘অলওয়েজ লো প্রাইসেস’ প্রতিশ্রুতি পূরণের মাধ্যমে ও গৃহস্থালি পণ্যের বিস্তৃত সমারোহের মাধ্যমে ক্রেতাদের জীবনের মান উন্নত করা। আমরা বাংলাদেশের মানুষের জীবনে আরও ইতিবাচক অবদান রাখতে চাই। আমি সবাইকে বিশেষ এ আনন্দ আয়োজনে আমাদের সাথে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানাই, কেননা আপনাদের সবার জন্যই আমাদের এ আয়োজন।”

নতুন স্টোরের উদ্বোধন উপলক্ষে, ২৫ থেকে ২৭ অক্টোবর ২০২৪ পর্যন্ত আকর্ষণীয় নানা আয়োজন রেখেছে মি: ডি আই ওয়াই; ১০০০ টাকা বা তার বেশি মূল্যের পণ্য কেনাকাটায় ক্রেতাদের জন্য থাকছে বিশেষ উপহার। এছাড়াও, ক্রেতাদের জন্য থাকছে ‘স্ন্যাপ অ্যান্ড উইন’ প্রতিযোগিতায় অংশ গ্রহণের সুযোগ। প্রতিযোগিতায় অংশগ্রহণে মি: ডি আই ওয়াই  -এর ফটো ফ্রেম দিয়ে একটি ছবি তুলে, মি: ডি আই ওয়াই বাংলাদেশের ফেসবুক পেজে পিন করা পোস্টের মন্তব্যে ছবিটি পোস্ট করতে হবে এবং মি: ডি আই ওয়াই হ্যাশট্যাগ (#MRDIYBangladesh) ব্যবহার করতে হবে। পাঁচজন সৃজনশীল অংশগ্রহণকারীকে দেয়া হবে মিস্ট্রি গিফট। বিজয়ীদের নাম ঘোষণার পর বিজয়ীরা স্টোর থেকে গিফটগুলো সংগ্রহ করতে পারবেন।

উত্তরার পলওয়েল কারনেশন শপিং সেন্টারে এ বছরের এপ্রিল মাসে বাংলাদেশে প্রথম স্টোর চালু করে মি: ডি আই ওয়াই; এরপর দ্বিতীয় স্টোর চালু করা হয় যমুনা ফিউচার পার্কে। এবার মিরপুরে ব্র্যান্ডটি নিজেদের তৃতীয় স্টোর চালু করল।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত