Homeবিনোদনইমরানের সুরে আসিফের গান ‘মন জানে’

ইমরানের সুরে আসিফের গান ‘মন জানে’

[ad_1]

ইমরান মাহমুদুলের সুর ও সংগীতায়োজনে গাইলেন আসিফ আকবর। ‘মন জানে’ শিরোনামের গানটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ। নতুন বছরের প্রথম সপ্তাহে ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশিত হবে মন জানে গানটি।

নতুন এই গানটি নিয়ে ইমরান বলেন, ‘আসিফ ভাই দুই যুগ ধরে সমান জনপ্রিয়। তাঁর জন্য গান করাটা বেশ চ্যালেঞ্জের। আসিফ ভাইয়ের শ্রোতারা যে ধরনের গান পছন্দ করেন সেভাবেই গানটি করা হয়েছে। আশা করছি সবার পছন্দ হবে।’

মন জানে গানের ভিডিও তৈরি করেছেন সৈকত রেজা। ভিডিওতে মডেল হয়েছেন আহমেদ বিন সজীব, মহতারাম ও জিম। পাশাপাশি দেখা যাবে আসিফ ও ইমরানকে।

গীতিকার স্নেহাশীষ ঘোষ বলেন, ‘এটা আমাদের তিনজনের একসঙ্গে করা দ্বিতীয় গান। তবে এই গানের মিউজিক ভিডিওতে আসিফ ভাই ও ইমরান ভাইকে একসঙ্গে দেখা যাবে।’

এর আগে ইমরানের সুর ও সংগীতে ‘এত কেন ভালোবাসি’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছিলেন আসিফ।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত