Homeদেশের গণমাধ্যমেশীতে কাঁপছে দিনাজপুর, তাপমাত্রা কত

শীতে কাঁপছে দিনাজপুর, তাপমাত্রা কত

[ad_1]

উত্তরের জেলা দিনাজপুরে টানা কয়েক দিন ধরে ক্রমশই কমছে রাতের তাপমাত্রা। তিন দিন ধরে দেখা মিলছে না সূর্যের। রাতের হিমশীতল ঠান্ডা বাতাসে জেলায় শীতের তীব্রতা বেশি বিরাজ করছে। গত কয়েক দিনের তুলনায় আজও তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে।

বুধবার (১ জানুয়ারি) সকাল ৬টায় ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে দিনাজপুর আবহাওয়া অফিস। এর আগে মঙ্গলবার এ জেলায় দেশের তাপমাত্রা ছিল ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কুয়াশা না থাকলেও বইছে হিম বাতাস। আগুন জ্বালিয়ে শীত থেকে বাঁচার চেষ্টা করছেন কেউ কেউ। কনকনে শীতে সাধারণ মানুষ কিছুটা কাহিল হয়ে পড়েছেন। শীতের কারণে জরুরি কাজ ছাড়া মানুষ বাড়ি থেকে বের হচ্ছেন না। তবে পরিবারের চাহিদা মেটাতে অনেকেই শীত উপেক্ষা করে কাজের সন্ধানে ছুটছেন। অপরদিকে তীব্র শীতে অনেকটাই জনশূন্য হয়ে পড়েছে ব্যস্ততম সড়ক ও হাটবাজারগুলো। দিনের বেলা সূর্যের দেখা মিললেও কাজে যাচ্ছেন না অনেকেই। ভোরে ঘন কুয়াশা থাকার কারণে বিভিন্ন সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহানগুলোকে চলাচল করতে দেখা গেছে। শীতের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা।

ভ্যানচালক ইদ্রিস আলী বলেন, ‘সকালে বের হয়ে কোনো লাভ নেই। এমনিতে যে ঠান্ডা বের হতে মন চায় না। সকালে লোকজনও কম। তাই ইনকামও কম।

দিনমজুর শাহিনুর ইসলাম বলেন, সকালে একদম কাজে যেতে মন চায় না, দুই দিন ধরে সূর্যই ওঠে না। কি যে এক জ্বালায় আছি।

কৃষক রহমান জানান, রসুন লাগিয়েছি। কয়েক দিন আগে দিনের তাপে পুড়ে যাচ্ছিল। এখন রোদ না থাকায় কিছুটা স্বস্তিতে আছি। দেখা যাক কি হয়।

চিকিৎসা নিতে আসা রোগী নূর আমিন বলেন, দিনে গরম রাতে ঠান্ডা এ অবস্থায় জ্বরে ভুগছি। সেই সাথে সর্দি, কাশি ও গলা ব্যথা তো আছেই। এই আবহাওয়ায় চরম বিপাকে আছি।

দিনাজপুরের আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন কালবেলাকে বলেন, তিন দিন ধরে দেখা মিলছে না সূর্যের সেই সঙ্গে হিমেল হাওয়া। জেলায় বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। বুধবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৪% এবং বাতাসের গড় গতিবেগ ছিল ঘণ্টায় ৪ কিলোমিটার।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত