Homeবিনোদননাচে-গানে শুরু নতুন বছর | কালবেলা

নাচে-গানে শুরু নতুন বছর | কালবেলা

[ad_1]

ঘড়ির কাঁটা যখন ঠিক রাত ১২টা। তখনই শুরু হয়েছে নতুন একটি বছর। এর আগে থেকেই পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষ মেতেছে উৎসবে। যেই উৎসবের রং লাগে বাংলাদেশেও। এদিন দেশের তারকাদের বড় একটি অংশের নতুন বছর শুরু হয় নাচ-গানের মধ্য দিয়ে।

বছরের প্রথম দিন স্টেজ শোয়ের মধ্য দিয়ে শুরু হয় দেশের ব্যান্ড সংগীতের সবচেয়ে বড় তারকা নগরবাউল খ্যাত জেমসের। ব্যান্ড দলসহ তিনি এদিন রাত থেকেই স্টেজ মাতাতে থাকেন সিলেটে। ৩১ ডিসেম্বর রাত থেকে তারা গান পরিবেশন করেন ১ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত। এ সময় নতুন বছরে নগরবাউলের প্রত্যাশা নিয়ে কথা হয় কালবেলার সঙ্গে। ব্যান্ডের মুখপাত্র রবিন ঠাকুর বলেন, ‘স্টেজ শোয়ের মাধ্যমে নতুন বছর শুরু করেছে নগরবাউল, যা চলবে বছরজুড়ে। আমরা প্রত্যাশা করি নতুন বছর হবে শিল্প-সংস্কৃতির সমৃদ্ধ এক বাংলাদেশ। ব্যান্ডের পক্ষ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। এদিন রাজধানীর বিভিন্ন হোটেলেও ছিল দর্শকদের জন্য মনোমুগ্ধকর আয়োজন। এদিন রাজধানীর শোরাটনে গান পরিবেশন করে ব্যান্ড আর্টসেল ও শিরোনামহীন। একক সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী মিলা এবং সবশেষ নেচে মঞ্চ মাতান চিত্রনায়িকা পূজা চেরি।

এদিন ব্যান্ড আর্টসেলের পক্ষ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ব্যান্ডের সদস্য লিংকন বলেন, ‘নতুন বছর নতুন উদ্যমে শুরু হোক সবার। আমাদের এই ব্যস্ততা বছরজুড়ে বজায় থাকুক সেই কামনাই রইল। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। এ ছাড়া শিরোনামহীন, পূজা ও মিলার পক্ষ থেকেও জানানো হয় নতুন বছরের শুভেচ্ছা।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত