Homeপ্রবাসের খবরমালয়েশিয়ায় কাওয়াগুচি কোম্পানির ১৬০ বাংলাদেশি কর্মীর নিয়োগকর্তা পর

মালয়েশিয়ায় কাওয়াগুচি কোম্পানির ১৬০ বাংলাদেশি কর্মীর নিয়োগকর্তা পর

[ad_1]

মালয়েশিয়ায় কাওয়াগুচি ম্যানুফ্যাকচারিং এসডিএন বিএসডি কোম্পানিতে কর্মরত ৩০০ বাংলাদেশি কর্মীর কর্মসংস্থান বিষয়ক সমস্যা সমাধানে পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ হাইকমিশন। এ নিয়ে সোমবার (৩০ ডিসেম্বর) একটি নোটিশ জারি করেছে হাইকমিশন।

আন্দোলনরত বাংলাদেশি কর্মীরা।

 

নোটিশে বলা হয়েছে, গত ১৮ ডিসেম্বর দেশটির ডিপার্টমেন্ট অব লেবার (জেটিকে) কোর্টের নির্দেশনা ও সিদ্ধান্ত অনুযায়ী ৩০ ডিসেম্বর ১৬০ কর্মীকে দেশটির ৭টি স্থানে নতুন কোম্পানির অধীনে হাই কমিশনের প্রতিনিধির উপস্থিতিতে এবং ডিপার্টমেন্ট অব লেবারের মাধ্যমে নিয়োগকর্তা পরিবর্তনপূর্বক হস্তান্তর করা হয়েছে।

 

দূতাবাস আরও জানিয়েছে, আগামী দুদিনের মধ্যে বাকি কর্মীদেরও হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে মর্মে মালয়েশিয়া সরকারের সংশ্লিষ্ট দফতর থেকে জানা গেছে।

 

ওই ১৬০ কর্মীর মধ্যে কেওয়াইবি-ইউএমডব্লিউ মালয়েশিয়া এসডিএন বিএইচডিতে ১০ জন, সারিকাত পারনিয়াগান কেমাজুয়ান এসডিএন বিএইচডিতে ৪৫ জন, উইন উইন ফুড ইন্ডাস্ট্রিজ এসডিএন বিএইচডিতে ২০ জন, ইকো-শপ মার্কেটিং এসডিএন বিএইচডিতে ৪১ জন, সিইভিএ লজিস্টিকস এসডিএন বিএইচডিতে ১৭ জন, ডেসারু দামাই বীচ রিসোর্ট এসডিএন বিএইচডিতে ১০ জন এবং ক্যামেরন হাইল্যান্ডেসের বিখ্যাত চা উৎপাদনকারী কোম্পানি বোহ টিতে ১৭ জন কর্মীকে স্থানান্তর করা হয়েছে।

 

বাংলাদেশ হাইকমিশন সর্বোচ্চ আন্তরিকতা ও গুরুত্ব দিয়ে পুরো বিষয়টি তদারকি ও ডিপার্টমেন্ট অব লেবারের সাথে যোগাযোগ রক্ষা করছে বলেও উল্লেখ করা হয় নোটিশে।

 

 

 



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত