Homeপ্রবাসের খবরবছরের প্রথমদিনে আসছে বাংলায় ডাবিং হওয়া নতুন তুর্কি নাটক

বছরের প্রথমদিনে আসছে বাংলায় ডাবিং হওয়া নতুন তুর্কি নাটক

[ad_1]

বাংলাদেশের দর্শকের কাছে তুরস্কের নাটক-সিরিজগুলোর জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। ‌‘সুলতান সুলেমান’ দিয়ে যার শুরুটা হয়েছিল বেশ কয়েক বছর আগে। এরপর নানা প্রেক্ষাপটের গল্পে নির্মিত বেশ কিছু সিরিজ ও ধারাবাহিক নাটক বাংলায় ডাবিং করে প্রচার হয়েছে এ দেশের টিভি চ্যানেল ও ওটিটি প্লাটফর্মগুলোতে।

সেই ধারাবাহিকতায় নতুন বছরের প্রথম দিনেই দীপ্ত প্লে প্রচার শুরু করছে ‘গুড ডক্টর’ নামের ধারাবাহিক। এর ডাবিং প্রজেক্ট ডিরেক্টর মোর্শেদ সিদ্দিকী মরু এবং প্রযোজনা করেছেন মাসুদ মিয়া।

 

এ নাটকের গল্পে দেখা যাবে- আলি বেফা একজন তরুণ ডক্টর। সে অটিজমের সাথে সাথে সাভান্ট সিনড্রোমেও আক্রান্ত। ফলে সে এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট আর অসাধারণ মেমোরির অধিকারী। অন্তর্মুখী স্বভাবের কারণে আলি মানুষের সংস্পর্শ এড়িয়ে চলে তাই তার শৈশব কেটেছে সহপাঠীদের ঠাট্টা-নিগ্রহ আর সামাজিক উপেক্ষায়। জীবনে তার একমাত্র ভরসাযোগ্য মানুষ ছিল বড় ভাই আহমেত যে সবসময় তাকে আগলে রাখতো।

ছোটবেলায় মারা যাওয়া পোষা খরগোশকে সুস্থ করতে পারবে ভেবে তাকে নিয়ে এক ক্লিনিকে গিয়েছিল আলি। সেখানেই পরিচয় ডক্টর আদিলের সাথে যিনি পরে তার আইনি অভিভাবক হয়ে ওঠেন। একমাত্র ভাইয়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সে নিজেকে একজন সার্জন হিসেবে তৈরি করার লক্ষ্য নির্ধারণ করে। শিক্ষা জীবন শেষ করে কর্মজীবনের শুরু হয় বেরহায়াত হসপিটালে অ্যাসিস্ট্যান্ট সার্জন হিসেবে যোগদানের মাধ্যমে কিন্তু সেখানেও শুরু হয় নানা প্রতিকূলতা

সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় সিনিয়র সার্জন ডক্টর ফেরমান যিনি আলিকে এই কাজের জন্য উপযুক্ত মনে করেন না। ক্যারিয়ারে ডক্টর আদিলের পাশাপাশি আলিকে স্বাভাবিক জীবনে নিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যায় সহকর্মী ডক্টর নাযলি। আলি নিজের অস্বাভাবিক জীবন থেকে কখনও স্বাভাবিক জীবনে ফিরে এসে সার্জন হতে পারবে কিনা দেখতে চোখ রাখুন দীপ্ত প্লেতে।

নাটকটির বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন খায়রুল আলম হিমু (আলী বেফা), মোর্শেদ সিদ্দিকী মরু (ফেরমান), জয়শ্রী মজুমদার লতা (নাযলি), মেরিনা আক্তার মিতু (কিভিলজিম), রুবাইয়া মাতিন গীতি (বেলিয), সজিব রায় (তানজু), তারভীর নাহিদ খান (দেমির), নাদিয়া ইকবাল (আজেলিয়া), শারমিন মৃত্তিকা (সেলভী), মির্জা জান্নাতুল আফরিন (গুলিন) এবং মশিউর রহমান দিপু (আদিল)।

কণ্ঠাভিনয়ের সার্বিক তত্বাবধানে আছেন জয়শ্রী মজুমদার লতা।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত