[ad_1]
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ গত ১৬ বছরে সংঘটিত সব অপরাধ নির্ভয়ে দেশের মানুষের সামনে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বিএমএ ভবনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।
এ এফ হাসান আরিফ বলেন, ‘গত ১৬ বছর আমরা সবাই একটা পরিস্থিতির মধ্যে ছিলাম। জুলাই-আগস্ট গণ–অভ্যুত্থানের মাধ্যমে এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটেছে।’ তিনি বলেন, ‘এই ১৬ বছরে সংঘটিত সব অপরাধ আপনারা নির্ভয়ে সমাজের সামনে তুলে ধরুন। যাতে জনগণ অপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারে।’
[ad_2]
Source link