[ad_1]
বরিশাল নগরীর ক্লাব রোড এলাকায় অবস্থিত জননী কুরিয়ার সার্ভিস থেকে নিষিদ্ধ ১১০ কেজি পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার (১ জানুয়ারি) বিকেলে বরিশাল জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বি এম রাকিব উদ্দিন ঢাকা থেকে আসা এসব পলিথিন জব্দ করেন।
জননী কুরিয়ার সার্ভিস বরিশাল শাখার দায়িত্বে থাকা ম্যানেজার সুমন বলেন, ঢাকা চকবাজার শাখা থেকে গত ৩০ ডিসেম্বর রাত ৮টায় বরিশাল চকবাজারের ব্যবসায়ী চয়ন নামে এক ব্যক্তি তিনটি বস্তা কুরিয়র করেন। পরদিন বস্তাগুলো জননীর বরিশাল শাখায় পৌঁছায়। পরে গাড়ি থেকে এসব বস্তা নামানোর সময় কুরিয়ার কর্তৃপক্ষের সন্দেহ হয়। তখন বস্তা তিনটি খুলে দেখতে পাই এসব বস্তায় সরকার কর্তৃক নিষিদ্ধ পলিথিন। পরে পরিবেশ অধিদপ্তরে খবর দেওয়া হলে তারা পলিথিনগুলো জব্দ করে নিয়ে যান।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দীন বলেন, বুধবার বিকেলে খবর পেয়ে জননী কুরিয়ার সার্ভিস থেকে ১১০ কেজি পলিথিন জব্দ করেছি। তবে ঘটনাস্থলে পলিথিনের মালিককে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শাওন খান/ইএ
[ad_2]
Source link