Homeদেশের গণমাধ্যমেবিচারপতির কাছে চাঁদা দাবি, যুবদল নেতা গ্রেপ্তার

বিচারপতির কাছে চাঁদা দাবি, যুবদল নেতা গ্রেপ্তার

[ad_1]

গাইবান্ধার ফুলছড়িতে সুপ্রিম কোর্টের বিচারপতি খুরশীদ আলম সরকারের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ফুলছড়ি থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকতারুজ্জামান আক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (০১ জানুয়ারি) বিকেলে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার হওয়া আকতারুজ্জামান উপজেলার পারুলের চর গ্রামের মৃত মোগরব আলীর ছেলে। তিনি ফুলছড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার ওসি খন্দকার মো. হাফিজুর রহমান।

তিনি বলেন, দুপুর আড়াইটার সময় বিচারপতি খুরশীদ আলম তার বাসভবনের সামনে পায়চারী করছিলেন। এ সময় আকতারুজ্জামান বিচারপতির কাছে ৫০ লাখ টাকা দাবি করেন। পরে বিচারপতির লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে জেলা যুবদলের সভাপতি বলেন, তিনি ফুলছড়ি উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক। এ রকম ঘটনাটি জানা ছিল না। ঘটনার সত্যতা থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত