Homeদেশের গণমাধ্যমে‘যুবকরাই পারবে দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে’

‘যুবকরাই পারবে দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে’

[ad_1]

চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন শিকদার বলেছেন, একটি দেশের উন্নয়নে যুবসমাজের গুরুত্ব অপরসীম। যুবকরাই পারবে একটি দেশকে উন্নয়নের শিখরে পৌঁছাতে ও সমাজকে পরিবর্তন করতে।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকাল ৩টায় এলকে সিদ্দিক স্কয়ারে সীতাকুণ্ড উপজেলা জামায়াতের যুব বিভাগের আয়োজনে যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

আলাউদ্দিন শিকদার বলেন, দেশে সাম্প্রতিক রাজনৈতিক পট-পরিবর্তনে ছাত্র-যুবকরা বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। গণঅভ্যুত্থানের মাধ্যমে তরুণ এবং যুবসমাজের গভীর দেশপ্রেম ও চরম সাহসিকতা ফুটে উঠেছে, যা বিশ্বের বুকে উদাহরণ হিসেবে থাকবে। বিগত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে যুবসমাজকে শুধু ব্যবহার করেছে দেশকে ধ্বংস করার জন্য। মাদকদ্রব্য ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করা হয়েছে যুবসমাজকে।

তিনি বলেন ১৯৭১ সালে বাংলাদেশের মানুষ যুদ্ধ করে স্বাধীন করেছে, কিন্তু স্বাধীনতার সুখ পায়নি। আমাদের হারাতে হয়েছে গণতন্ত্র ও ভোটের অধিকার। বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকার দীর্ঘ ১৫ বছর মানুষকে গুম, খুন, মামলা ও লুটতরাজ করে দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। এখন সময় এসেছে দেশ গড়ার। যুবসমাজকে কাজে লাগিয়ে এ দেশে কোরআনের সমাজ কায়েম করব। যারা ব্যাংক লুট করেছে তাদের ক্ষমা নেই।

চট্টগ্রাম মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী বলেন, স্বৈরাচার শেখ হাসিনা আমাদের বিভিন্ন তকমা লাগিয়ে দমানোর চেষ্টা করেছে। কিন্তু ইসলামী আন্দোলনকে দমানোর কারও শক্তি নেই। কারণ আল্লাহর সিদ্ধান্ত- ইসলামকে যুগ যুগ টিকিয়ে রাখবে।

সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলীর সভাপতিত্বে ও যুব বিভাগ সীতাকুণ্ড উপজেলার সেক্রেটারি তৌহিদুল ইসলামের সঞ্চানলায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী, সমাজসেবা সম্পাদক মাস্টার নূরু ছালাম, আইন সম্পাদক জসিম উদ্দিন আজাদ, সীতাকুণ্ড উপজেলা আমির মিজানুর রহমান, সাবেক আমির তৌহিদুল হক চৌধুরী, যুব বিভাগ সীতাকুণ্ড উপজেলার অর্থ ও মিড়িয়া সম্পাদক অ্যাডভোকেট ছিবগাতুল্লাহ খালেদ, উপজেলার সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আশরাফুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলার ছাত্রশিবিরের সভাপতি সাজিদ চৌধুরী।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত