Homeদেশের গণমাধ্যমেসারদায় কৈফিয়ত তলব করা ৮ এসআইকে অব্যাহতি 

সারদায় কৈফিয়ত তলব করা ৮ এসআইকে অব্যাহতি 

[ad_1]


রাজশাহী প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৪, ২ জানুয়ারি ২০২৫  

সারদায় কৈফিয়ত তলব করা ৮ এসআইকে অব্যাহতি 

ফাইল ফটো


রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৪০তম ক্যাডেট উপপরিদর্শক (এসআই) ব্যাচের যে ৮ জনের কাছে কৈফিয়ত তলব করা হয়েছিল, তাদের অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ। 

বুধবার (১ জানুয়ারি) রাতের ক্লাসে তাদের হাতে অব্যাহতিপত্র ধরিয়ে দেওয়া হয়। 

পুলিশ একাডেমি সারদার ভাইস প্রিন্সিপাল ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মো. গোলাম রউফ খান এ তথ্য নিশ্চিত করেছেন ।

গত রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় মাঠে নির্দেশনা না মেনে উচ্চস্বরে হইচই করার অভিযোগে ওই ৮ এসআইকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছিল। নোটিশে তাদের তিন কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়। নোটিশের চিঠিতে জানানো হয়েছিল, ব্যাখ্যায় সন্তুষ্ট না হলে তাদের অব্যাহতি দেওয়া হবে।

সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ মাসুদুর রহমান ভূঞার পক্ষে অব্যাহতিপত্রে স্বাক্ষর করেন একাডেমির পুলিশ সুপার (বেসিক ট্রেনিং-২) মো. তানভীর সালেহীন। 

৪০তম ক্যাডেট এসআই ব্যাচে প্রশিক্ষণের জন্য মোট ৮২৩ জন ছিলেন। তারা গত বছরের ৪ নভেম্বর থেকে সারদায় বুনিয়াদি প্রশিক্ষণ শুরু করেন। তাদের মধ্যে তিন ধাপে ৩১৩ জন এসআইকে মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগ তুলে শোকজ করে একাডেমি। তাদের চাকরি থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

ঢাকা/কেয়া/টিপু



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত