Homeদেশের গণমাধ্যমেবিচারপতির কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, যুবদল নেতা গ্রেপ্তার

বিচারপতির কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, যুবদল নেতা গ্রেপ্তার

[ad_1]


গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৯, ২ জানুয়ারি ২০২৫  

বিচারপতির কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, যুবদল নেতা গ্রেপ্তার


গাইবান্ধার ফুলছড়িতে সুপ্রিম কোর্টের বিচারপতি খুরশীদ আলম সরকারের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আক্তার হোসেন (৪৫) নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১ জানুয়ারি) বিকেলে উপজেলার কালির বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আক্তার হোসেন উপজেলার পারুলের চর (চর ফুলছড়ি) এলাকার মৃত মোগরোব আলীর ছেলে। তিনি ফুলছড়ি উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমানে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।

বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান।

তিনি বলেন, “শনিবার দুপুরে উপজেলার কালির বাজার এলাকায় বিচারপতি খুরশিদ আলম সরকারের বাসভবন গাবগাছি হাউজের সামনে আক্তার হোসেন হাঁটাহাঁটি করছিলেন। প্রথমে হোয়াটসঅ্যাপে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন অভিযুক্ত আক্তার হোসেন। পরে সেই টাকা আনতে তিনি গাবগাছি হাউজে যান। পরে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন বিচারপতি। এর আগেও ২০২৪ সালের ৬ আগস্ট বিচারপতির হোয়াটসঅ্যাপের মাধ্যমে একই পরিমাণ চাঁদা দাবি করেছিলেন অভিযুক্ত আক্তার হোসেন।” 

ওসি আরো বলেন, “এ ঘটনায় অভিযুক্ত আক্তার হোসেনের বিরুদ্ধে বিচারপতির বাড়ির তত্ত্বাবধায়ক সোহেল রানা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।” 

এ ব্যাপারে ফুলছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নান্টু বলেন, “দলের নাম ভাঙিয়ে যে কেউ অপরাধ করলে তাকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় আক্তার হোসেনের বিরুদ্ধে দলীয় ফোরামে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।” 

এ বিষয়ে জানতে বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। 

উল্লেখ্য, হাইকোটের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার (খুশি) প্রয়াত ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বীর মেয়েজামাই এবং ফুলছড়ি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলীর স্বামী।

ঢাকা/মাসুম/ইমন  



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত